জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ,

- আপডেট সময় : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৭০ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর মুড়ালে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম,উপপরিচালক স্থানিয় সরকার বিভাগ মোঃ আজাদ জাহান,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়া উদ্দীন,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
আব্দুল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নেজারত ও লাইব্রেরী শাখা মো; ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ( গোপন শাখা),একেএস রায়হানুর রহমান,জেলা ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম,জেলা ম্যাজিষ্ট্রেট ফরহাদ আহমেদ,জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দল আল মামুন কাওসার শেখ,
জেলা ম্যাজিষ্ট্রেট আমিনুল হক তারেক। এর পরে জেলা পুলিশের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন পঞ্চগড়
পুলিশ সুপার সিরাজুল হুদা পিপিএম। এরপর একে একে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পঞ্চগড় প্রেসক্লাব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা মৎস্য অফিস, জেলা প্রানি সম্পদ অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা আওয়ামী লীগ, তাতীলীগসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে জাতির জনকের মুড়ালে পুস্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান
এবং পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য শেখ নুরুল ইসলাম সুজন পক্ষে দলীয় নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পন করেন। পুস্পস্তবক অর্পন শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পঞ্চগড় জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালি বিভিন্ন শ্রেনি পেশার পাঁচ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ।