আজ ১৫ আগস্ট, ২০২৩ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে,

- আপডেট সময় : ০৩:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে

বিশ্বনাথ সাহা বিশু রিপোর্টার
আজ ১৫ আগস্ট, ২০২৩ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সার্কিট হাউজ মাঠ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), ময়মনসিংহ রেঞ্জ এবং জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ। এছাড়াও অতিরিক্ত ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, পুলিশ সুপার, সিআইডি, পুলিশ সুপার, পিবিআই, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ মহোদয় তাদের নিজ নিজ ইউনিটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ময়মনসিংহ জেলা ও রেঞ্জ পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইন্সে অবস্থিত জাতির পিতার সংগ্রামী জীবন লেখনির মাধ্যমে তৈরি প্রতিকৃতি “চেতনায় অম্লান” এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
১৫ ই আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের পাতায় সবচেয়ে বর্বর, জঘন্য এবং নৃশংসতম একটি হত্যাকান্ড। বাংলার আকাশ- বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হয়েছিল এই দিনে। পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেড়া অশ্রুর প্লাবনে। সুবেহ সাদিকের সময় যখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকেরা ঝাঁঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরেছিল, তা যেন ছিল প্রকৃতিরই অশ্রুপাত ৷ ভেজা বাতাস কেঁদেছে সমগ্র বাংলায়। ঘাতকদের উদ্যত অস্ত্রের মুখে ভীতসন্ত্রস্ত বাংলাদেশ বিহ্বল হয়ে পড়েছিল শোকের অভাবিত ঘটনার আকস্মিকতায়। কাল থেকে কালান্তরে জ্বলবে এই শোকের আগুন। তাই আজকের এই দিনে সচিত্র চিত্তে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শাহাদাত বরণকারীদের। মহান আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
জেলা পুলিশের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।