গুলবাগ রোড উদ্ভোদন করেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ইকরামুল হক টিটু,

- আপডেট সময় : ০৫:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নিরব হাসান ময়মনসিংহ,
আজ বিকাল ৫ টায় উদ্ভোদন হল আকুয়া নতুন বাসস্ট্যান্ড সরকারি সংলগ্ন গুলবাগ রোড, গুলবাগ রোড উদ্ভোদন করেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ইকরামুল হক টিটু, এ সময় উপস্থিত ছিলেন গুলবাগ সমাজ সংঘের সভাপতি মো: ওমর শরীর, মহানগর যুবলীগ নেতা মাহবুব আলম রাপেল ২৮ নং ওয়াড কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাউসারি জান্নাত সহ আরও অনেক নেতা কমী।এ উদ্ভোদন শেষে নগর পিতা ইকরামুল হক টিটু সকল শ্রেণির মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় তিনি সকল শ্রেণির জনগণের সুখ দুঃখ শেয়ার করেন।এলাকাবাসীর সকল সমস্যা সমাধানের কথা বলেন। এক বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন খুব দ্রুত আপনাদের চলমান সমস্যা সমাধান হয়ে যাবে।সাংবাদিকদের প্রশ্নের জবাব এ মেয়র ইকরামুল হক টিটু বলেন গুলবাগ রোড ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সকল রোডের মধ্যে একটি মডেল রোড। আমি আশা করছি ময়মনসিংহ শহরের সকল রোডের দুই পাশ যেন এমন সুন্দর ও পরিচ্ছন্ন হয়। প্রায় ৫০ প্রজাতির উপরে ফুল ফল ও ঔষধি গাছের সমারোহে সুসজ্জিত হয়েছে গুলবাগ রোডের দুই পাশ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুলবাগ সমাজ সংঘের সভাপতি মোঃ ওমর শরীর বলেন, আমি ও আমার সংগঠন এর সকল সদস্য সব সময় চেষ্টা করি এলকার পরিবেশ পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে।সুন্দর পরিস্কার ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে আমার সংগঠন এর লোকজনের পাশাপাশি সকল শ্রেণির লোকজনকে এগিয়ে আসতে হবে। তবেই পরিবেশ সুন্দর থেকে আরও সুন্দরতম হবে।