ঢাকা সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
৯ আশ্বিন ১৪৩০ বাংলা
শিরোনাম:
তেঁতুলিয়ায় রেকর্ড মাত্রা বৃষ্টিপাত জনজীবন বিপর্যস্ত, সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে, মিলেমিশে কাজ করবো একসাথে, আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের উলপুর পিসি উচ্চ বিদ্যালয়ের নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ তারিখ-২৩/০৯/২০২৩ খ্রিঃ। জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১, ময়মনসিংহে আজকের দর্পণের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটেন অতিথিরা, পঞ্চগড়-১ দ্বাদশ নির্বাচন হিসাব ত্যাগীদের মূল্যায়ন না করায় আওয়ামী লীগে বিভক্তি, গিমাডাঙ্গা মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান মিঠু স্যার, অনেক ভালো ডিএমপির নতুন কমিশনার হলেন হাবিবুর রহমান, পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন,

বাংলাদেশ ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদ কতৃক আয়োজিত জুড়ী ভ্যালি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা,

মো:জাকির হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৩০ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সোনারুপা চা বাগান সার্বিক সহযোগিতায় জুড়ী ভ্যালি ভূঁইয়া সমাজ, ১৫ আগস্ট রোজ মঙ্গলবার জুড়ী ভ্যালির ভূঁইয়া সমাজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়৷ জুড়ী ও বড়লেখা দুইটি উপজেলা নিয়ে জুড়ী ভ্যালী গঠিত আর এই ভ্যালীতে প্রায় ২৪ টি চা বাগান রয়েছে

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি মহাশয় কার্তিক ভূঁইয়া, সভাপতি বালিশিরা ভ্যালি বিশেষ অতিথি অনিরোধ ভূঁইয়া, সভাপতি জুড়ী ভ্যালি, কমলা শংকর ভূঁইয়া, ভারপ্রাপ্ত সভাপতি, মুন ধলাই ভ্যালি, স্বপন ভূঁইয়া, সভাপতি লংলা ভ্যালি, রবিলাল ভূঁইয়া, সভাপতি সিলেট ভ্যালি, তেজুয়া ভূঁইয়া, সভাপতি সোনারুপা চা বাগান
এছাড়া আরো উপস্থিত ছিলেন
বাংলাদেশ ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি সভাপতি অণিরুদ ভূঁইয়া সোনারুপা চা বাগান, সাধারণ সম্পাদক মহাদেব ভূঁইয়া, কৃষ্ণনগর৷
সহ সভাপতি দিবস ভূঁইয়া, ভাড়াউড়া চা বাগান৷ সাংগঠনিক সম্পাদক বাবুরাম ভূঁইয়া কাপনাপাহাড় চা বাগান৷ অর্থ সম্পাদক সুজিত ভূঁইয়া মোহরাপুর চা বাগান৷

আলোচনার শেষে৷
জুড়ী ভ্যালি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়৷ সভাপতি অনুরোধ ভূঁইয়া , সাধারণ সম্পাদক কল্যান ভূঁইয়া

অনুরোধ ভূঁইয়া ভ্যালী সভাপতি কাপনাপাহাড় চা বাগান। রাঁধেশ্যাম ভূঁইয়া -সহ সভাপতি, সমনবাগ চা বাগান। কল্যান ভূঁইয়া -সাধারন সম্পাদক ধামাই চা বাগান। সবুজ ভূঁইয়া, সহ সম্পাদক, পাথারিয়া চা বাগান। প্রবীর ভূঁইয়া- ভ্যালী কেরানী -সোনারুপা চা বাগান। নানু ভূঁইয়া -সহ ভ্যালী কেরানী – রাজকী চা বাগান। রতন ভূঁইয়া – সাংগঠনিক সম্পাদক, কাপনাপাহাড় চা বাগান। যোগেশ ভূঁইয়া,প্রচার সম্পাদক – কুমারশাল চা বাগান। দেবদাস রিকমন,সহ প্রচার সম্পাদক শাহবাজপুর চা বাগান। কল্যান ভূঁইয়া-দপ্তর সম্পাদক – খাসকিতা চা বাগান। নাতুরাম ভূঁইয়া সহ প্রচার সম্পাদক, রহমানিয়া চা বাগান। পূনো ভূঁইয়া নলডরী। সুজন ভূঁইয়া,ধর্ম বিষয়ক- অহিদাবাদ চা বাগান।
২১সদস্য বিশিষ্ট পরিশেষে প্রত্যেক কমিটির সদস্যকে গীতা দান করেন ধামাই চা বাগানের শরৎ চন্দ্র ভূঁইয়া।

এবং সমাজের বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের তিন গৌরবময় যুবক দিবস ভূঁইয়া ও সুমন ভূঁইয়া এবং বিশ্বজিত ভূঁইয়া বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ বাংলাদেশ ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদ কতৃক আয়োজিত জুড়ী ভ্যালি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা,

আপডেট সময় : ০৩:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সোনারুপা চা বাগান সার্বিক সহযোগিতায় জুড়ী ভ্যালি ভূঁইয়া সমাজ, ১৫ আগস্ট রোজ মঙ্গলবার জুড়ী ভ্যালির ভূঁইয়া সমাজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়৷ জুড়ী ও বড়লেখা দুইটি উপজেলা নিয়ে জুড়ী ভ্যালী গঠিত আর এই ভ্যালীতে প্রায় ২৪ টি চা বাগান রয়েছে

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি মহাশয় কার্তিক ভূঁইয়া, সভাপতি বালিশিরা ভ্যালি বিশেষ অতিথি অনিরোধ ভূঁইয়া, সভাপতি জুড়ী ভ্যালি, কমলা শংকর ভূঁইয়া, ভারপ্রাপ্ত সভাপতি, মুন ধলাই ভ্যালি, স্বপন ভূঁইয়া, সভাপতি লংলা ভ্যালি, রবিলাল ভূঁইয়া, সভাপতি সিলেট ভ্যালি, তেজুয়া ভূঁইয়া, সভাপতি সোনারুপা চা বাগান
এছাড়া আরো উপস্থিত ছিলেন
বাংলাদেশ ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি সভাপতি অণিরুদ ভূঁইয়া সোনারুপা চা বাগান, সাধারণ সম্পাদক মহাদেব ভূঁইয়া, কৃষ্ণনগর৷
সহ সভাপতি দিবস ভূঁইয়া, ভাড়াউড়া চা বাগান৷ সাংগঠনিক সম্পাদক বাবুরাম ভূঁইয়া কাপনাপাহাড় চা বাগান৷ অর্থ সম্পাদক সুজিত ভূঁইয়া মোহরাপুর চা বাগান৷

আলোচনার শেষে৷
জুড়ী ভ্যালি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়৷ সভাপতি অনুরোধ ভূঁইয়া , সাধারণ সম্পাদক কল্যান ভূঁইয়া

অনুরোধ ভূঁইয়া ভ্যালী সভাপতি কাপনাপাহাড় চা বাগান। রাঁধেশ্যাম ভূঁইয়া -সহ সভাপতি, সমনবাগ চা বাগান। কল্যান ভূঁইয়া -সাধারন সম্পাদক ধামাই চা বাগান। সবুজ ভূঁইয়া, সহ সম্পাদক, পাথারিয়া চা বাগান। প্রবীর ভূঁইয়া- ভ্যালী কেরানী -সোনারুপা চা বাগান। নানু ভূঁইয়া -সহ ভ্যালী কেরানী – রাজকী চা বাগান। রতন ভূঁইয়া – সাংগঠনিক সম্পাদক, কাপনাপাহাড় চা বাগান। যোগেশ ভূঁইয়া,প্রচার সম্পাদক – কুমারশাল চা বাগান। দেবদাস রিকমন,সহ প্রচার সম্পাদক শাহবাজপুর চা বাগান। কল্যান ভূঁইয়া-দপ্তর সম্পাদক – খাসকিতা চা বাগান। নাতুরাম ভূঁইয়া সহ প্রচার সম্পাদক, রহমানিয়া চা বাগান। পূনো ভূঁইয়া নলডরী। সুজন ভূঁইয়া,ধর্ম বিষয়ক- অহিদাবাদ চা বাগান।
২১সদস্য বিশিষ্ট পরিশেষে প্রত্যেক কমিটির সদস্যকে গীতা দান করেন ধামাই চা বাগানের শরৎ চন্দ্র ভূঁইয়া।

এবং সমাজের বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের তিন গৌরবময় যুবক দিবস ভূঁইয়া ও সুমন ভূঁইয়া এবং বিশ্বজিত ভূঁইয়া বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ বাংলাদেশ ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদ