পঞ্চগড়ে সিরিজ বোমা হামলার উপলক্ষে আওয়ামীলীগের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ফুটবল ম্যাচ,

- আপডেট সময় : ১১:৫২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২৭ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড়ে সিরিজ বোমা হামলার উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) চিনিকল মাঠে বিকালে এ প্রীতি ফুটবল ম্যাচ খেলা হয়।গত ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি’র হাওয়া ভবন থেকে তারেক রহমানের নির্দেশে নিষিদ্ধ জঙ্গী সংগঠন “জমায়েতুল মুজাহিদিন বাংলাদেশ “ জেএমবি সারাদেশের ৬৩ জেলার ৫০০ স্থানে বোমা হামলা করেছিল।
সিরিজ বোমা হামলার এই দিনে পঞ্চগড় চিনিকল মাঠে ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ফুটবল ম্যাচ। পঞ্চগড় পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল আলমের উদ্যোগে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমিরুল ইসলাম। জেলা আয়য়ামীলীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী। পঞ্চগড় পৌর সভার মেয়র ও জেলা মহিলালীগের সাধারন সম্পাদক জাকিয়া খাতুন। জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও এক সময়ের কৃতি ফুটবলার মখলেসার রহমান মিন্টু। পঞ্চগড়ের একসময়ের তুখড় খেলোয়াড় পৌরসভার টানা ছয় মেয়াদে নির্বাচিত কাউন্সিলর শফিকুল ইসলাম। পঞ্চগড়ের একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব। পৌর আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জ্বল। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মখলেছার রহমান রেজা। জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাদমান সাকিব প্লাবন পাটোয়ারি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাঈমুজ্জামান মুক্তা বলেন- “ বিএনপি ধ্বংসের রাজনীতি করে। জ্বালাও-পোড়াও, খুন-গুম তাদের আদর্শ। সংবিধান লঙ্ঘন করে সামরিক ফরমান দিয়ে যাদের জন্ম তারা আজ গণতন্ত্রের কথা বলে! তারা সিরিজ বোমা হামলা করে বাংলাদেশ কে তালেবান রাষ্ট্র করতে চায়। আর শেখ হাসিনা দুখি মানুষের মুখে হাসি ফুটিয়ে, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। বিএনপি তরুনদের হাতে অস্ত্র ও মাদক দেয়। শেখ হাসিনা লেখা-পড়া, খেলা-ধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড এবং সঠিক ধর্ম চর্চার নৈতিক শিক্ষা দিয়ে আদর্শ সমাজ গড়তে চায়। তাই আগামীতে আবারও শেখ হাসিনার নৌকায় ভোট দিন”
খেলায় বাংলাবান্ধা ফুটবল একাদশ জালাসী কে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। অতিথি বৃন্দ খেলা শেষে বিভিন্ন ক্যাটাগড়িতে বিজয়ী-রানারআপ সহ সকলকে পুরস্কার তুলে দেন।