ঢাকা শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
৭ আশ্বিন ১৪৩০ বাংলা
শিরোনাম:
ডিএমপির নতুন কমিশনার হলেন হাবিবুর রহমান, পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন, নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ মজুদ বিক্রি দায়ে জরিমানা, শ্রীমঙ্গলে চাবোর্ডের অভিযানে সমরের চা সাম্রাজ্য নকল ও ভারতীয় চা ব্রান্ড কলকাতা টি সহ গোডাউন সিলগালা, সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমিকে ক্রীড়া সরঞ্জাম সামগ্রী বিতরণ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা আবারো রেঞ্জে শ্রেষ্ট থানা নির্বাচিত হয়েছে ঝালকাঠি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তা কে কেন্দ্রীয়ভাবে কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।, মধুপুরে গলায় ফাঁস টানিয়ে এক যুবকের আত্মহত্যা, গণ মিলন ফাউন্ডেশনের বিরুদ্ধে তিন দপ্তরে গ্রাহক হয়রানির অভিযোগ, ঘাগড়া সীমান্তে দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে ৫৬ ব্যাটালিয়ন বিজিবি, যাহার বাজার দাম প্রায়, এক কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা

পঞ্চগড় কৃত্রিম সংকট সৃষ্টির অযু হাতে বেড়েছে সিগারেট পঞ্চগড় প্রতিনিধি-

রিপোর্টার, খাদেমুল ইসলাম
  • আপডেট সময় : ০২:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৬০ বার পড়া হয়েছে

রিপোর্টার, খাদেমুল ইসলাম

পঞ্চগড়ের তেতুলিয়ায় হাট বাজারে গুরুত্বপুূণ স্থানে তেতুলিয়া চৌরাস্তা, রনচন্ডি,তিরনই হাট,বাংলাবান্ধা, শালবাহান, বুড়াবুড়ি,ভজনপুর দেবনগড়সহ বিভিন্ন হাট বাজারে অবৈধ ভাবে
সিন্ডিকেট করে পাইকারী বাজারে
এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কোম্পানি
ডার্বি ,ব্র্যাক ডায়মন্ড, শেখ,সানমুন, নেভি,
,এশিয়া,মেরিস শেখ সিগারেট
কৃত্রিম সংকট তৈরি বেশি দামে বাজারে বিক্রি করেছে। যে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টির অযু হাতে বেড়েছে সিগারেটের মূল্য,
বিপাকে শত শত খুচরা পান বিড়ি ও মুদি দোকানদারেরা ।সিগারেট কোম্পানিগুলো বিরুদ্ধে অভিযোগ উঠেছে হাট বাজারে কালোবাজারী করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
খুচরা পাইকারী বাজারে সিগারেটের মূল্য বৃদ্ধি করেছে অবৈধ ভাবে কৌশলে তারা রশিদ দিচ্ছেন না।
সিগারেট কোম্পানি
বিভিন্ন অজুহাতে বাড়িয়ে দিয়েছেন সিগারেটের মূল্য,

তেতুলিয়ায় ঘুরে দেখা যায় প্রত্যেকটা দোকানেই বিভিন্ন সিগারেটের মূল্য বেশি নেয়া হচ্ছে একসালা বেনসন সিগারেটের মূল্য ১৩ টাকা বর্তমানে নেয়া হচ্ছে ১৪/১৫. টাকা । গ্লোলিফ একসলা ১০ টাকা ছিল বর্তমানে ১২ টাকা স্টার ৭টাকা বর্তমানে ৮ টাকা,
ডার্বি বর্তমানে ৫টাকা সিগারেটের মূল্য বৃদ্ধি কারণ জানতে চাইলে দোকানদাররা জানান সিগারেটের মূল্য কোম্পানি থেকে বাড়েনি আমরা গাড়ি থেকে নিলে আগের মূল্যেই পাই কিন্তু গাড়ি থেকে নেওয়ার আগেই সিগারেট কোম্পানিগুলো সাথে সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন বড় মুদি দোকানদারের এই সিগারেটগুলো আগেই নিয়ে গুদামজাত করে রেখেছেন । আমরা তাদের কাছ থেকে সিগারেট নিতে গেলে প্রত্যেক কার্টুনে দিতে হয় দুই থেকে ২৫০ টাকা বেশি মূল্যে ।

এ ব্যাপারে তেতুলিয়ার এলাকার মুদি দোকানদার খোকন , ও আজিজুল
জানান, বেনস সিগারেট এক কাটুন আগে ছিল ২৪০০ টাকা বর্তমানে ২৭০০ গ্লোলিফ ছিল ১৮২০ বর্তমানে ২০৫০, স্টার আগে ছিল১২৬৫, বর্তমানে ১৪০০, নেভি ১২৫৫ বর্তমানে ১৩৫০, ডার্বি ৭০০ বর্তমানে ৮০০, প্রত্যেক কাটুনের মূল্যের আগের চেয়ে প্রায় ২০০/২৫০ টাকা বেশি আমরা কি করবো বড় বড় দোকানদাররা গাড়ি আসামাত্র সকল সিগারেট গাড়ি থেকে ক্রয় করে গুদামজাত করে বেশি মূল্য নিচ্ছে, সে কারণে আমাদেরও বেশি রাখতে হয় । যে সমস্ত দোকানে মূল্য বেশি নিচ্ছে এবং বাসায় এবং বিভিন্ন জায়গায় গোডাউন করা আছে, তাদের
প্রায় ৭ লক্ষ টাকার সিগারেট গুদামজাত করে বিভিন্ন অজুহাতে অধিক মূল্য বিক্রয় করেছেন,বাজারের
এ ব্যাপারে পঞ্চগড় ডার্বি
সিগারেট কোম্পানীর হোল সেলার মোঃ একবাল হোসেন সাথে কথা বললে তারা বলেন কোম্পানি কোন সিগারেটের মূল্য বৃদ্ধি করেননি। আমরা কোথাও কোন দাম বেশি নেই না যদি কেউ এ ধরনের কাজ করে তাহলে কোম্পানি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড় কৃত্রিম সংকট সৃষ্টির অযু হাতে বেড়েছে সিগারেট পঞ্চগড় প্রতিনিধি-

আপডেট সময় : ০২:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

রিপোর্টার, খাদেমুল ইসলাম

পঞ্চগড়ের তেতুলিয়ায় হাট বাজারে গুরুত্বপুূণ স্থানে তেতুলিয়া চৌরাস্তা, রনচন্ডি,তিরনই হাট,বাংলাবান্ধা, শালবাহান, বুড়াবুড়ি,ভজনপুর দেবনগড়সহ বিভিন্ন হাট বাজারে অবৈধ ভাবে
সিন্ডিকেট করে পাইকারী বাজারে
এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কোম্পানি
ডার্বি ,ব্র্যাক ডায়মন্ড, শেখ,সানমুন, নেভি,
,এশিয়া,মেরিস শেখ সিগারেট
কৃত্রিম সংকট তৈরি বেশি দামে বাজারে বিক্রি করেছে। যে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টির অযু হাতে বেড়েছে সিগারেটের মূল্য,
বিপাকে শত শত খুচরা পান বিড়ি ও মুদি দোকানদারেরা ।সিগারেট কোম্পানিগুলো বিরুদ্ধে অভিযোগ উঠেছে হাট বাজারে কালোবাজারী করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
খুচরা পাইকারী বাজারে সিগারেটের মূল্য বৃদ্ধি করেছে অবৈধ ভাবে কৌশলে তারা রশিদ দিচ্ছেন না।
সিগারেট কোম্পানি
বিভিন্ন অজুহাতে বাড়িয়ে দিয়েছেন সিগারেটের মূল্য,

তেতুলিয়ায় ঘুরে দেখা যায় প্রত্যেকটা দোকানেই বিভিন্ন সিগারেটের মূল্য বেশি নেয়া হচ্ছে একসালা বেনসন সিগারেটের মূল্য ১৩ টাকা বর্তমানে নেয়া হচ্ছে ১৪/১৫. টাকা । গ্লোলিফ একসলা ১০ টাকা ছিল বর্তমানে ১২ টাকা স্টার ৭টাকা বর্তমানে ৮ টাকা,
ডার্বি বর্তমানে ৫টাকা সিগারেটের মূল্য বৃদ্ধি কারণ জানতে চাইলে দোকানদাররা জানান সিগারেটের মূল্য কোম্পানি থেকে বাড়েনি আমরা গাড়ি থেকে নিলে আগের মূল্যেই পাই কিন্তু গাড়ি থেকে নেওয়ার আগেই সিগারেট কোম্পানিগুলো সাথে সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন বড় মুদি দোকানদারের এই সিগারেটগুলো আগেই নিয়ে গুদামজাত করে রেখেছেন । আমরা তাদের কাছ থেকে সিগারেট নিতে গেলে প্রত্যেক কার্টুনে দিতে হয় দুই থেকে ২৫০ টাকা বেশি মূল্যে ।

এ ব্যাপারে তেতুলিয়ার এলাকার মুদি দোকানদার খোকন , ও আজিজুল
জানান, বেনস সিগারেট এক কাটুন আগে ছিল ২৪০০ টাকা বর্তমানে ২৭০০ গ্লোলিফ ছিল ১৮২০ বর্তমানে ২০৫০, স্টার আগে ছিল১২৬৫, বর্তমানে ১৪০০, নেভি ১২৫৫ বর্তমানে ১৩৫০, ডার্বি ৭০০ বর্তমানে ৮০০, প্রত্যেক কাটুনের মূল্যের আগের চেয়ে প্রায় ২০০/২৫০ টাকা বেশি আমরা কি করবো বড় বড় দোকানদাররা গাড়ি আসামাত্র সকল সিগারেট গাড়ি থেকে ক্রয় করে গুদামজাত করে বেশি মূল্য নিচ্ছে, সে কারণে আমাদেরও বেশি রাখতে হয় । যে সমস্ত দোকানে মূল্য বেশি নিচ্ছে এবং বাসায় এবং বিভিন্ন জায়গায় গোডাউন করা আছে, তাদের
প্রায় ৭ লক্ষ টাকার সিগারেট গুদামজাত করে বিভিন্ন অজুহাতে অধিক মূল্য বিক্রয় করেছেন,বাজারের
এ ব্যাপারে পঞ্চগড় ডার্বি
সিগারেট কোম্পানীর হোল সেলার মোঃ একবাল হোসেন সাথে কথা বললে তারা বলেন কোম্পানি কোন সিগারেটের মূল্য বৃদ্ধি করেননি। আমরা কোথাও কোন দাম বেশি নেই না যদি কেউ এ ধরনের কাজ করে তাহলে কোম্পানি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।