শোকের মাসে জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের তত্বাবধানে স্বেচ্ছায় রক্তদানে

- আপডেট সময় : ০৪:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ২৯ বার পড়া হয়েছে

রিপোর্ট, বিস্বনাথ সাহা বিশু
শোকের মাসে জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের তত্বাবধানে স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা ও উৎসাহিত করার লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে থানাঘাট এলাকায় এ কর্মসুচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। একতা বøাড ও সামাজিক সংগঠন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করে। এ সময় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের ঘাতকদের বুলেটের নির্মম আঘাতে ঝরা রক্ত আজো বাংলাদেশের মানুষকে ঋণী করে রেখেছে। আমরা বঙ্গবন্ধুর সেই ঋণ কখনো পরিষোধ করতে পারবো না। আজকে এই রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর রক্তের ঋণ মোচনে আমরা কিছুটা অংশ নিতে চাই। বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়ে তিনি এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন