আটোয়ারীতে পুকুরে জলে ডুবে শিশুর মুত্যু

- আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ২১ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় আটোয়ারী উপজেলায় পুকুরে জলে ডুবে রিপন চন্দ্র রায় (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি রোববার (২০ আগস্ট) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের নেঙ্গেরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু রিপন ওই এলাকার কৃষক রাজকুমার চন্দ্র রায়ের দ্বিতীয় ছেলে।
নিহতের দাদা বঙ্কিম চন্দ্র রায় বলেন, রোববার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল রিপন। তার মা রুপালী রাণীও এসময় বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। পরে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের ধারে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে তার মা রিপনকে খোঁজা শুরু করলে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে দৌঁড়ে ঘটনাস্থলে যাই।
পরে শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখানে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর রিপনকে মৃত ঘোষণা করেন।