ঢাকা সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
৯ আশ্বিন ১৪৩০ বাংলা
শিরোনাম:
তেঁতুলিয়ায় রেকর্ড মাত্রা বৃষ্টিপাত জনজীবন বিপর্যস্ত, সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে, মিলেমিশে কাজ করবো একসাথে, আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের উলপুর পিসি উচ্চ বিদ্যালয়ের নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ তারিখ-২৩/০৯/২০২৩ খ্রিঃ। জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১, ময়মনসিংহে আজকের দর্পণের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটেন অতিথিরা, পঞ্চগড়-১ দ্বাদশ নির্বাচন হিসাব ত্যাগীদের মূল্যায়ন না করায় আওয়ামী লীগে বিভক্তি, গিমাডাঙ্গা মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান মিঠু স্যার, অনেক ভালো ডিএমপির নতুন কমিশনার হলেন হাবিবুর রহমান, পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন,

তেতুলিয়ায় মহানন্দা নদীতে ১৭ কি;মি পাথর উত্তলন বন্ধ; হওয়ায় প্রায় ২৫ হাজার পাথর শ্রমিক বেকার দুর্দিন,

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি-

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার আন্তঃ সীমান্তঘেঁষা
নদী মহানন্দায় পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করায় বেকার হয়ে পড়েছেন ২৫ হাজার পাথর শ্রমিক। তাদের প্রাত্যহিক রুজি-রোজগারের কেন্দ্রস্থল হলো এই মহানন্দা নদী। কিন্তু বিজিবি-বিএসফের নিষেধাজ্ঞার কারণে, গত জুলাই মাস থেকে আগষ্ট পর্যন্ত
পাথর উত্তোলন বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন পাথরনির্ভর শ্রমিকদের পরিবার।তেতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়ক ঘেষে ডাক বাংলো থেকে ১৭ কি; মি বাংলাবান্ধা পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চলের এ এলাকায়
সর্দারপাড়া, সরকারপাড়া, বুড়িমুটকি,রনচন্ডি, তিরনই, ভক্তিডাঙ্গি, ঝারুয়া পাড়া,
স্থানে গিয়ে দেখা যায় পাথরশ্রমিকরা দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর বাধার কারণে নদী থেকে পাথর তোলার সরঞ্জাম টিউব, ঢাকি, কোদাল নিয়ে তীর বেয়ে ওপরে উঠে আসেন। তাদের মুখ বিষন ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে যাচ্ছেন তারা। এ সময় নদীতে বিজিবির টহল দেখা যায়।
গত বৃহস্পতিবার ( ১০ আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে পঞ্চগড় জেলা প্রশাসন জহুরুল ইসলামের সভাপতিত্বে
মতবিনিময় সভায় সেক্টর কমান্ডার কর্নেল ঠাকুরগাও সোহবার আলী এবং পঞ্চগড় ১৮ বিজিবির সিও লে. কর্ণেল যুবায়েদ হাসান সহ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি
দায়িত্বে থাকা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার ২২ আগষ্ট তেতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকের সভাপতিত্বে
তেতুলিয়া ডাকবাংলোয় পাথর শ্রমিকদের সমস্যা সমাধানে পাথর শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট ।

মহানন্দা নদী সীমান্তের মধ্যে প্রবাহিত হওয়ায় জিরোলাইনের মধ্যে পাথর উত্তোলনের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন। তারপর থেকেই মহানন্দায় পাথর উত্তোলন বন্ধ হওয়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়েন।
দিনভর কঠিন পরিশ্রমে তোলা পাথর মহাজনের কাছে বিক্রি যে টাকা পান, তা দিয়ে চলে স্ত্রী-সন্তান, পরিবার-পরিজনের ভরণ-পোষণ। কিন্তু কিছুদিন ধরে নদীতে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা থাকায় মানবেতর জীবন যাপন করছে নদীকেন্দ্রিক হাজারো শ্রমিকের পরিবার সদস্য।
মহানন্দার এপারে বাংলাদেশ, ওপারে ভারত। আন্তঃসীমান্তের এ নদী ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের উত্তর সীমান্তের তেঁতুলিয়ায় প্রবেশ করে। এরপর ২০ কিলোমিটার প্রবাহিত হয়ে আবার ঢুকে গেছে ভারতে। এ নদী ভারতের দার্জিলিংয়ের ২০৬০ মিটার উঁচু মহালিদ্রাম পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বৃষ্টির পানিই এ নদীর মূল উৎস। এ নদীর পানি আর বালির সঙ্গে বয়ে আসে নুড়ি পাথর।
মহানন্দার ¯নদীর সঙ্গে ভেসে আসা ছোট, বড় ও মাঝারি আকারের নুড়ি পাথরেই জড়িয়ে গেছে এ উপজেলার ৫০-৬০টি গ্রামের প্রায় ৩০ হাজার পাথর শ্রমিক জীবন। মহানন্দার পাথরই তাদের কর্মসংস্থানের উৎস। সারাদিনে একজন শ্রমিক গড়ে ২৫-৩০ সিএফটি পাথর তুলতে পারেন, যার বাজারমূল্য ৭০০ থেকে ৮০০ টাকা।
পুরুষ শ্রমিকদের পাশাপাশি মহানন্দার পাথরের এই বিপুল কর্মকান্ডে
নারী শ্রমিকদেরও রয়েছে কর্মসংস্থান। সংসারের কাজ সামলে সকাল-দুপুরে কাজে নেমে পড়েন তারা। পাথর নেটিং, ভাঙা, লোড-আনলোড করে মাথায় ঢাকিতে করে পাথর স্তূপ করেন তারা। দিনশেষে এসব নারীশ্রমিকের শ্রমের মূল্য জুটে দুই থেকে আড়াই শ টাকা। পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন তারাও।
নদীতে পাথর তুলতে বাধা দেয়ার পর ভার মনে ঘরে ফেরার সময় কথা হয় পাথরশ্রমিক রনচন্ডি গোয়াবাড়ি খলিলের
সঙ্গে। তিনি বলেন, পাথর তুলতে না দেয়ায় খুব কষ্টে আছি। কী করব বুঝতে পারছি না। এই পাথরের মাধ্যেই জীবন বেঁচে আছি। পাথর তোলা বন্ধ, হামরা কাজ পাচ্ছি না। কয়েক দিন পাথর তুলতে না পারলে তিন বেলা খাওয়া জোটে না, ভাই।’

এ বিষয়ে কথা হয় উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু
সঙ্গে তিনি বলেন, ‘মহানন্দায় পাথর উত্তোলন বন্ধ বিষয়টি বিষয়টি ভারত – আন্তঃ সীমান্ত নদী মহানন্দা নদী হওয়ায় চেষ্টা করছি শ্রমিকদের জন্যে। তবে নদী মহানন্দায় হাজার হাজার শ্রমিক পাথর উত্তোলন করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এখানে প্রায় ৩০ হাজার খেটে খাওয়া মানুষের জীবন বদলে দিয়েছে এ নদীর স্রোতে ভেসে আসা ছোট ছোট পাথর। পাথর উত্তোলন বন্ধ হওয়ায় আমরাও শ্রমিকদের জীবন-জীবিকা নিয়ে চিন্তিত।

এ ব্যাপারে তেতুলিয়া উপজেলা সদর বর্ডার গার্ড বাংলাদেশ
বিজিবি কোম্পানী কমান্ডার মোঃ মুনায়েব আহম্মেদ
সহিত যোগাযোগ করলে তিনি ,ভারত সীমারেখা বরাবরে নদী মহানন্দা পাথর শ্রমিকদের নিয়ে
মন্তব্য করতে রাজি হয়নি। তবে
শর্তসাপেক্ষে নদী খুলে দেওয়া হবে কি না প্রশ্ন করলে তিনি
পঞ্চগড় ১৮ বিজিবির সিও লে. কর্ণেল যুবায়েদ হাসান সহিত যোগাযোগ করতে কথা বলেন,
খাদেমুল ইসলাম প্রতিনিধি 01770876995

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তেতুলিয়ায় মহানন্দা নদীতে ১৭ কি;মি পাথর উত্তলন বন্ধ; হওয়ায় প্রায় ২৫ হাজার পাথর শ্রমিক বেকার দুর্দিন,

আপডেট সময় : ০১:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

পঞ্চগড় জেলা প্রতিনিধি-

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার আন্তঃ সীমান্তঘেঁষা
নদী মহানন্দায় পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করায় বেকার হয়ে পড়েছেন ২৫ হাজার পাথর শ্রমিক। তাদের প্রাত্যহিক রুজি-রোজগারের কেন্দ্রস্থল হলো এই মহানন্দা নদী। কিন্তু বিজিবি-বিএসফের নিষেধাজ্ঞার কারণে, গত জুলাই মাস থেকে আগষ্ট পর্যন্ত
পাথর উত্তোলন বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন পাথরনির্ভর শ্রমিকদের পরিবার।তেতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়ক ঘেষে ডাক বাংলো থেকে ১৭ কি; মি বাংলাবান্ধা পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চলের এ এলাকায়
সর্দারপাড়া, সরকারপাড়া, বুড়িমুটকি,রনচন্ডি, তিরনই, ভক্তিডাঙ্গি, ঝারুয়া পাড়া,
স্থানে গিয়ে দেখা যায় পাথরশ্রমিকরা দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর বাধার কারণে নদী থেকে পাথর তোলার সরঞ্জাম টিউব, ঢাকি, কোদাল নিয়ে তীর বেয়ে ওপরে উঠে আসেন। তাদের মুখ বিষন ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে যাচ্ছেন তারা। এ সময় নদীতে বিজিবির টহল দেখা যায়।
গত বৃহস্পতিবার ( ১০ আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে পঞ্চগড় জেলা প্রশাসন জহুরুল ইসলামের সভাপতিত্বে
মতবিনিময় সভায় সেক্টর কমান্ডার কর্নেল ঠাকুরগাও সোহবার আলী এবং পঞ্চগড় ১৮ বিজিবির সিও লে. কর্ণেল যুবায়েদ হাসান সহ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি
দায়িত্বে থাকা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার ২২ আগষ্ট তেতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকের সভাপতিত্বে
তেতুলিয়া ডাকবাংলোয় পাথর শ্রমিকদের সমস্যা সমাধানে পাথর শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট ।

মহানন্দা নদী সীমান্তের মধ্যে প্রবাহিত হওয়ায় জিরোলাইনের মধ্যে পাথর উত্তোলনের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন। তারপর থেকেই মহানন্দায় পাথর উত্তোলন বন্ধ হওয়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়েন।
দিনভর কঠিন পরিশ্রমে তোলা পাথর মহাজনের কাছে বিক্রি যে টাকা পান, তা দিয়ে চলে স্ত্রী-সন্তান, পরিবার-পরিজনের ভরণ-পোষণ। কিন্তু কিছুদিন ধরে নদীতে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা থাকায় মানবেতর জীবন যাপন করছে নদীকেন্দ্রিক হাজারো শ্রমিকের পরিবার সদস্য।
মহানন্দার এপারে বাংলাদেশ, ওপারে ভারত। আন্তঃসীমান্তের এ নদী ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের উত্তর সীমান্তের তেঁতুলিয়ায় প্রবেশ করে। এরপর ২০ কিলোমিটার প্রবাহিত হয়ে আবার ঢুকে গেছে ভারতে। এ নদী ভারতের দার্জিলিংয়ের ২০৬০ মিটার উঁচু মহালিদ্রাম পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বৃষ্টির পানিই এ নদীর মূল উৎস। এ নদীর পানি আর বালির সঙ্গে বয়ে আসে নুড়ি পাথর।
মহানন্দার ¯নদীর সঙ্গে ভেসে আসা ছোট, বড় ও মাঝারি আকারের নুড়ি পাথরেই জড়িয়ে গেছে এ উপজেলার ৫০-৬০টি গ্রামের প্রায় ৩০ হাজার পাথর শ্রমিক জীবন। মহানন্দার পাথরই তাদের কর্মসংস্থানের উৎস। সারাদিনে একজন শ্রমিক গড়ে ২৫-৩০ সিএফটি পাথর তুলতে পারেন, যার বাজারমূল্য ৭০০ থেকে ৮০০ টাকা।
পুরুষ শ্রমিকদের পাশাপাশি মহানন্দার পাথরের এই বিপুল কর্মকান্ডে
নারী শ্রমিকদেরও রয়েছে কর্মসংস্থান। সংসারের কাজ সামলে সকাল-দুপুরে কাজে নেমে পড়েন তারা। পাথর নেটিং, ভাঙা, লোড-আনলোড করে মাথায় ঢাকিতে করে পাথর স্তূপ করেন তারা। দিনশেষে এসব নারীশ্রমিকের শ্রমের মূল্য জুটে দুই থেকে আড়াই শ টাকা। পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন তারাও।
নদীতে পাথর তুলতে বাধা দেয়ার পর ভার মনে ঘরে ফেরার সময় কথা হয় পাথরশ্রমিক রনচন্ডি গোয়াবাড়ি খলিলের
সঙ্গে। তিনি বলেন, পাথর তুলতে না দেয়ায় খুব কষ্টে আছি। কী করব বুঝতে পারছি না। এই পাথরের মাধ্যেই জীবন বেঁচে আছি। পাথর তোলা বন্ধ, হামরা কাজ পাচ্ছি না। কয়েক দিন পাথর তুলতে না পারলে তিন বেলা খাওয়া জোটে না, ভাই।’

এ বিষয়ে কথা হয় উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু
সঙ্গে তিনি বলেন, ‘মহানন্দায় পাথর উত্তোলন বন্ধ বিষয়টি বিষয়টি ভারত – আন্তঃ সীমান্ত নদী মহানন্দা নদী হওয়ায় চেষ্টা করছি শ্রমিকদের জন্যে। তবে নদী মহানন্দায় হাজার হাজার শ্রমিক পাথর উত্তোলন করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এখানে প্রায় ৩০ হাজার খেটে খাওয়া মানুষের জীবন বদলে দিয়েছে এ নদীর স্রোতে ভেসে আসা ছোট ছোট পাথর। পাথর উত্তোলন বন্ধ হওয়ায় আমরাও শ্রমিকদের জীবন-জীবিকা নিয়ে চিন্তিত।

এ ব্যাপারে তেতুলিয়া উপজেলা সদর বর্ডার গার্ড বাংলাদেশ
বিজিবি কোম্পানী কমান্ডার মোঃ মুনায়েব আহম্মেদ
সহিত যোগাযোগ করলে তিনি ,ভারত সীমারেখা বরাবরে নদী মহানন্দা পাথর শ্রমিকদের নিয়ে
মন্তব্য করতে রাজি হয়নি। তবে
শর্তসাপেক্ষে নদী খুলে দেওয়া হবে কি না প্রশ্ন করলে তিনি
পঞ্চগড় ১৮ বিজিবির সিও লে. কর্ণেল যুবায়েদ হাসান সহিত যোগাযোগ করতে কথা বলেন,
খাদেমুল ইসলাম প্রতিনিধি 01770876995