পঞ্চগড় ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল সহ একজন মাদক ব্যবসাহীকে আটক করেছে ডিবি গোয়েন্দা পুলিশ

- আপডেট সময় : ১১:০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৩০ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড় ডিবি পুলিশের অভিযানে
ফেনসিডিল সহ একজন মাদক ব্যবসাহী
নওশাদ ওরফে আনসারুল (২৭),কে
আটক করা হয়েছে।
শনিবার ( ২৬ আগষ্ট)
পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা অভিযানে
রাত্রিবেলায় অভিযানে এসআই/মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই/লিপন কুমার বসাক, এএসআই/ মোঃ মোশারফ ও ফোর্সসহ পঞ্চগড় থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া পঞ্চগড় থনাধীন ১০নং গড়িনা বাড়ি ইউনিয়নের গাঞ্জা বাড়ি গ্রামস্থ জেমকন খাম্বা কোম্পানির মোড়ে গোয়ালপাড়া হইতে গাঞ্জা বাড়ি গামী পাকা রাস্তার উপর আসামী মোঃ নওশাদ ওরফে আনসারুল (২৭), পিতা- মোঃ কামাল হোসেন , সাং- ছেপড়াঝার হাড়িপাড়া , থানা আটোয়ারী জেলা- পঞ্চগড়কে ৫০ (পঞ্চাশ) পিস মাদকদ্রব্য ফেনসিডিল সহ ইং ২৬/০৮/২০২৩ তারিখ সময় রাত্রি ০০.১৫ ঘটিকার সময় আটক করা হয়। এ বিষয়ে পঞ্চগড় থানার মামলা নং-৩৫ তাং- ২৬/০৮/২০২৩ ইং রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।