এমন জীবন তুমি করিবে গঠন/মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন” লাখো মানুষের প্রার্থনায় বিদায়,

- আপডেট সময় : ০৫:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৫২ বার পড়া হয়েছে

কামরুজ্জামান মিন্টু ময়মনসিংহ জেলা প্রতিনিধি,
অধ্যক্ষ মতিউর রহমান স্যার..
মহাকালের গর্ভে বিলীন হয়ে যাওয়া এক কিংবদন্তী নক্ষত্রের প্রস্থান।
মুক্তিযুদ্ধের বীর সংগঠক, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক প্রাপ্ত।
ময়মনসিংহের মানুষের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ধর্ম মন্ত্রী, সাবেক জাতীয় সংসদ সদস্য, সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ময়মনসিংহ পৌরসভার সাবেক তিন বারের চেয়ারম্যান, রেল মন্ত্রণালয়ের স্হায়ীকমিটির সাবেক সভাপতি, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যার ২৭ আগষ্ট রাত ১০:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ মতিউর রহমান স্যারের মরদেহ তার কর্মস্থল আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজে সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিলো ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিববাড়িস্থ দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিলো তারপর বিকেল ৫ টায় আঞ্জুমান ঈদগাহ মাঠে লক্ষ মানুষের অংশ গ্রহনে জানাজায় নামাজ অনুষ্ঠিত হয়েছে ৷
সকল মুসুল্লিগন তাদের প্রিয় নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করে আমীন,