তেতুলিয়ায় এক যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ,

- আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি;-
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোঃ আনোয়ার
(৩৫) নামে এক যুবকের
ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (৩০) বিকালে তেতুলিয়ায়
উপজেলার সদর ইউপির অন্তর্গত মাথাফাটা
গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত যুবক আনোয়ার হোসেন মাথাফাটা
গ্রামের বাসিন্দা জামাল শেখের ছেলে।
। পুলিশ ও স্থানীয়রা জানায়,
বিকালে বসতবাড়ি ঘরে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় প্রতিবেশিরা দেখতে পায়।পরে
আত্ম চিৎকার শুরু করলে এবং থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
কেন তিনি আত্মহত্যা করেছে তার
পিছনে কি কারন রয়েছে পারিবারিক সহিংসতা রয়েছে কি না তদন্ত করলে জানাযাবে জানান পুলিশ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক
তিনি
ঘটনাস্থল পরিদর্শন করেন জানান, আত্মহত্যার কোন কারণ তার জানা নেই।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার আবু সাঈদ চৌধুরি জানান,
ঘটনাস্থল হতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সূরতহাল নির্নয় করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ মডেল থানায় পুলিশ ওই গ্রামে উস্থিত
আছে।মামলা দায়ের হয়নি।
খাদেমুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি ০১৭৭০৮৭৬৯৯৫