জাসদের শীর্ষ দুই নেতাকে কৃষক লীগের সভাপতি, সাধারন সম্পাদক করা হয়েছে ,

- আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড় তেতুলিয়ায় জাগপা এবং জাসদ এর দুই শীর্ষ নেতাকে তেতুলিয়ায় উপজেলার
কৃষক লীগের সভাপতি এবং সাধারন সম্পাদক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাগপার উপজেলা সাধারন সম্পাদক আব্দুল মতিন তিনি কৃষক লীগের সহ সভাপতি হয়েছে বলে অভিযোগ।
কৃষক লীগের নবগঠিত কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম মোল্লাহ এবং কবির হোসেন তিনি জাসদ ও জাগপার
শীর্ষ নেতা বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন পঞ্চগড় জেলা
কৃষক লীগের সভাপতি আজিজার রহমান আজু
ও সাধারণ সম্পাদক মাসুদ করিম
উপজেলা পুর্নাঙ্গ কমিটি ঘোষণার করেন। এতে অধিকাংশ জাসদ, জাগপা সমর্থক।
জানা যায়, কমিটির নতুন নিযুক্ত সভাপতি রিয়াজুল ইসলাম মোল্লাহ তিরনই হাট
ইউনিয়নে ডেমগছ গ্রামের সাবেক চেয়ারম্যান সাত্তার মোল্লাহ ছেলে। কবির হোসেন শালবাহান
ইউনিয়ন দানাগছ গ্রামের বাসিন্দা।
তিনি আওয়ামীগ রাজনীতির সাথে জড়িত নয়।
জাগপা এবং জাসদের রাজনীতিতে সক্রিয় ছিলেন। সমর্থন নেতা বলে অভিযোগ রয়েছে।