টুঙ্গিপাড়া থানা কর্তৃক আয়োজিত সম্প্রীতি সভায় গোপালগঞ্জ এর মান্যবর পুলিশ সুপার,

- আপডেট সময় : ০৯:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি
আজ বুধবার (৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বেলা ১১.০০ ঘটিকায় টুঙ্গিপাড়া থানা পুলিশ টুঙ্গিপাড়ার সর্বস্তরের জনগনকে নিয়ে এক সম্প্রীতি সভার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা।
তিনি তার বক্তব্যে টুঙ্গিপাড়ার সর্বস্তরের জনসাধারণকে স্বাগত জানিয়ে তাদের জেলা পুলিশের যে কোন সহযোগিতার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
তিনি পুলিশ জনগনের মিথস্ক্রিয়ায় একটি সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), ভারপ্রাপ্ত কর্মকর্তা, টুঙ্গিপাড়া থানা।
সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ও স্থানীয় সাধারণ জনগন।