শিরোনাম:
তেতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে আজিনগরে প্রাইভেট কার সংঘর্ষে বাই সাইকেল আরোহীর মৃত্যু ,

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড় জেলার তেতুলিয়ায় আজিজ নগর বাইপাস সড়কে প্রাইভেট কারের
সঙ্গে বাই সাইকেলের সংঘর্ষে মোঃ ঈসা খাঁ ওরফে বাদল (৮০)নামে এক শিক্ষক
নিহত হয়েছেন। (৭ সেপ্টম্বর ) দুপুরে দিকে তেতুলিয়ায় বাংলাবান্ধা – – মহাসড়কের আজিজ নগর
এলাকায় ঘটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভজনপুরে পুলিশের এস আই শাহিনুর রহমান
জানান, বাই
সাইকেল যোগে চৌরাস্তা বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন এ
সময় একটি দ্রুত গামী প্রাইভেট কার- বাই সাইকেলের
সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তেতুলিয়ায় সদর
ইউনিয়ন আজিজ নগর
গ্রামের বানিন্দা মৃত
মোঃ মমতাজের ছেলে ঈসা খাঁ
বাদল মাষ্টার কে উদ্ধার করে
তেতুলিয়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঘাতক প্রাইভেট কার
জব্দ করেছে।