তেতুলিয়ায় দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ,

- আপডেট সময় : ১২:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি-
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও হেরোইন সহ দুই জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
ওমর আলী (৫০) সতিশ চন্দ্র( ৩০) নামে
তাদের আটক করেন পুলিশ। আটক কৃত
ওমর আলী মাঝিপাড়া গ্রামের পিতা মৃত নহর আলীর ছেলে।পুলিশ জানান,এলাকায় দীর্ঘদিন ধরে
মাদকদ্রব্য গাঁজা ও হেরোইন বিক্রি করে আসছিলো। পরে তেতুলিয়া মডেল থানার পুলিশের এস আই/ আমানুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ নেতৃত্বে তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া বাজার থেকে সন্ধা ৭ টায় ১০০ গ্রাম গাজা সহ গ্রেফতার করেন।
অপরদিকে একই দিনে তেতুলিয়া থানা পুলিশের এস আই/ তপন কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ তেতুলিয়া থানাধীন ৬নং ভজনপুর ইউপিস্থ ভজনপুর বাজার হইতে কুখ্যাত মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামী শ্রী সতিশ চন্দ্র সাহা (৩০)কে
ভজনপুর (ডাঙ্গী) থেকে ৩.৫০ (সাড়ে তিন) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ
রাত ৮ টায় গ্রেফতার করেন।
তিনি ভজপুর গ্রামের বাসিন্দা প্রফুল্ল চন্দ্রের ছেলে।
এ ব্যাপারে মডেল থানা পুলিশের এস আই তপন কুমার জানান,
মডেল থানায় ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বুধবার( ৬ সেপ্টম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে দুটি মামলা রুজু করা হয়েছে।