সিলেট লালাদিঘীরপার এলাকার পঞ্চায়েত কমিটি গঠন,

- আপডেট সময় : ০৯:৩৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ২৮ বার পড়া হয়েছে

সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেট সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের লালাদিঘীরপার এলাকায় আজ তিন বৎসরের জন্য পঞ্চায়েত কমিটির গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালাদিঘীরপার এলাকার সর্বস্তরের এলাকাবাসী। আজকের সভার সভাপতিত্ব করেন আব্দুর রহমান সেলিম মিয়া। ‘এসময় এলাকার গণ্যমান্য মুরুব্বীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন এলাকার সন্ত্রাস চুরি ছিনতাই জুয়া ও মাদকের বিরুদ্ধে সবাইকে সুচ্চার থাকতে হবে।
লালাদিঘীরপার এলাকায় পঞ্চায়েত কমিটি না থাকায় অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই এলাকাবাসীর সিদ্ধান্তে আজকে পঞ্চায়েত কমিটির গঠন করা হয়। এসময় সবার সম্মতিক্রমে ৩১ বিশিষ্ট পঞ্চায়েত কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যারা স্থান পেয়েছেন, লালাদিঘীরপার এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃ ঈশাদ মিয়াকে সভাপতি করা হয়। সহ-সভাপতি আব্দুর রহমান সেলিম মিয়া, সহ-সভাপতি মোঃ আব্দুর রব, সহ-সভাপতি মোঃ শামীম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ টিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মিল আলী, সহ সম্পাদক মোঃ তানভীর আহমদ, সহ সম্পাদক মুমিনুর রশিদ সুজন, দপ্তর সম্পাদক আব্দুল মনাফ, অর্থ সম্পাদক আব্দুর রহিম মতছির, প্রচার সম্পাদক মোঃ আব্দুছ ছালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল মিয়া, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদ শেখ সালাউদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাহেদ, সদস্য আব্দুল জলিল ফিরুজ মিয়া, সদস্য আব্দুর রহিম, সদস্য সাবুল আহমদ, সদস্য আব্দুল হান্নান, সদস্য রাজিব মনি সিংহ, সদস্য আব্দুল মছব্বির, সদস্য মোঃ কুকন, সদস্য মোঃ তারেক রহমান পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।