পঞ্চগড়ে (এক) টি ট্রাক ও ০১(এক) টি বাস এর ড্রাইভারকে মোট ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড প্রদান,

- আপডেট সময় : ০৩:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়৷ জেলা প্রতিনিধি-
পঞ্চগড়ে (এক) টি ট্রাক ও ০১(এক) টি বাস এর ড্রাইভারকে মোট ১০০০/-(এক হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়েছে। রবিবার ১০ সেপ্টেম্বর দুপুরে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের এর আওতায় জেলা প্রশাসন, ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ০১(এক) টি ট্রাক ও ০১(এক) টি বাস এর ড্রাইভারকে মোট ১০০০/-(এক হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ০৩(তিন) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ুদূষণের অপরাধে ০১(এক) টি ট্রাক এর ড্রাইভারকে ৫০০/-(পাঁচশত) টাকা জরিমানা ধার্য্পপূর্বক আদায় করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম, ফরহাদ হোসেন ও আব্দুল-আল-মামুন কাওসার শেখ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।