টাঙ্গাইলের মধুপুরে প্রতারণার নতুন কৌশল,

- আপডেট সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৩১ বার পড়া হয়েছে

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি,
টাংগাইলের মধুপুরের অরণ খোলা ইউনিয়নের ভুটিয়া বাজারে, মাসুদ ষ্টোরে মিল্লাত নামে একটি কোম্পানীর প্রতারক দোকানে আসে বলে আমাদের কোম্পানির ইদুর ও মশা মাছি মারার বিষ বিক্রয় করলে কোম্পানির রেটে বিষ পাবেন এবং আপনার দোকানে একটি লাইটিং সাইনবোর্ড দিব। প্রতিমাসে বিদুৎবিল বাবদ কম্পানী ৭০০ টাকা করে দিবে এবং প্রচারের জন্য ১০০ গেন্জি দিবে বলে আলোচনা করে ইদুর, মাছি, ওকুন নাশক সহ বিভিন্ন ধরনের নকল পণ্য বিক্রি করে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রতারক এখন পর্যন্ত আর কোন খোজ খবর নেয় নাই বলে জানান মাসদ স্টোরের মালিক মাসুদ সাংমা। মাসুদ সাংমা বলে আমি না বুঝে ৩ হাজার টাকার যে পণ্য নিয়েছি তার দাম বাজারে ৩ শত টাকাও হবে না। প্রতারকের দেয়া মুঠো ফোনে যোগাযোগ করলে সিমটি অব্যাবহারিত দেখায়। এপ্রতারক মধুপুর উপজেলার বিভিন্ন বাজারে প্রতারণা করে যাচ্ছে বলে জনা যায়।