ঢাকা শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
৭ আশ্বিন ১৪৩০ বাংলা
শিরোনাম:
ডিএমপির নতুন কমিশনার হলেন হাবিবুর রহমান, পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন, নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ মজুদ বিক্রি দায়ে জরিমানা, শ্রীমঙ্গলে চাবোর্ডের অভিযানে সমরের চা সাম্রাজ্য নকল ও ভারতীয় চা ব্রান্ড কলকাতা টি সহ গোডাউন সিলগালা, সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমিকে ক্রীড়া সরঞ্জাম সামগ্রী বিতরণ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা আবারো রেঞ্জে শ্রেষ্ট থানা নির্বাচিত হয়েছে ঝালকাঠি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তা কে কেন্দ্রীয়ভাবে কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।, মধুপুরে গলায় ফাঁস টানিয়ে এক যুবকের আত্মহত্যা, গণ মিলন ফাউন্ডেশনের বিরুদ্ধে তিন দপ্তরে গ্রাহক হয়রানির অভিযোগ, ঘাগড়া সীমান্তে দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে ৫৬ ব্যাটালিয়ন বিজিবি, যাহার বাজার দাম প্রায়, এক কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা

তবুও মনে পড়ে তোমাকেই -এসকে এম হেলাল উদ্দিন,

মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে

মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম, সেদিন
তুমি কেবলই অচেনা মানুষ ছিলে..
তোমার প্রতি ভালো লাগা সেই প্রথম দেখা থেকেই
আর তখন থেকেই কেন জানি তোমার প্রতি ভীষণ একটা টান।
অজান্তেই মাঝে মাঝেই দেখা হয়ে যেতো ,
কথা হলো অনেক পরে..
ভালোলাগা থেকে ভালবাসতে লাগলাম তোমাকে
হৃদয় পটে নিরবে এঁকে নিলাম তোমার ছবি।
দেখা আর কথা হওয়ার মধ্যেই, হয়ে গেল দু’জনার ভালোবাসা।
দীর্ঘ সময় একসাথে চলার পর, হঠাৎ ছন্দপতন
দু’জনার মাঝখানে গড়ে উঠলাম কঠিন এক দেয়াল..
ভাঙনের সূরে সব এলোমেলো হয়ে গেলো।
এরপরের ঘটনা আর কাউকে বলার মত নয়
নিরবে কেঁদে কেঁদে চোখের জল নি:শেষ করলাম।
একসাথে চলার বহু স্মৃতি মাঝে মাঝে অসহ যন্ত্রণা দেয়,
তোমার আমার মাঝে গড়ে ওঠা দেয়াল
দুর্ভেদ্য আজ..
চাইলেই ভেঙে দিতে পারি না।
তোমার স্মৃতি বুকে নিয়ে আমি তোমাকেই খুঁজে ফিরি..
আর তুমি দিব্যি সুখে আছো অন্য কারো বুকে মাথা রেখে,
জানি তোমায় পাবো না আমি, তবুও
তবুও খুঁজে ফিরি তোমাকে ।
তুমি ঠিকই ভুলে গেছো আমাকে, আমার কোন স্মৃতিই আজ তোমার মনে পড়ে না..
আমার প্রতি তোমার অবহেলা, অবজ্ঞা
আমাকে ভীষণ কষ্ট দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় সবকিছু ।
মনে হয় তুমি হারিয়ে গেছো দূর কোন অজানায়,
তবুও খুব মনে পড়ে তোমাকে ।
আমার তো আর কিছু নেই তুমিহীন অস্তিত্ব সংকটে পড়া জীবনে,
তাই হৃদয় পোড়া ছাই দিয়ে তোমার নামে তাজমহল বানাবো আমি,
সেখানেই থাকবে তুমি আমার কল্পনার রানী মমতাজ হয়ে..
বিশাল অট্টালিকা, সমুদ্র , মরু, পাহাড়
নৈরাশ্য বুকের রক্তক্ষরণ হতে তুমি জেগে উঠবে
আমার প্রতিটি নি:শ্বাসে তুমি থাকবে,

আগ্নেয়গিরির লাভা বুকের ভিতর জমে
তুমি নেই কোথাও তবুও থাকবে হৃদয় জুড়ে
আমার সকল অভিমান তবুও তোমার গোলাপি ঠোঁটে
আঙুল ছোঁয়াবে শত সহস্র রজনী ধরে।
তুমি ছিলে, তুমি নেই তুমি থাকবে না কভু আমার হয়ে
তবু…তবুও মনে পড়ে তোমাকেই !!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তবুও মনে পড়ে তোমাকেই -এসকে এম হেলাল উদ্দিন,

আপডেট সময় : ০১:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম, সেদিন
তুমি কেবলই অচেনা মানুষ ছিলে..
তোমার প্রতি ভালো লাগা সেই প্রথম দেখা থেকেই
আর তখন থেকেই কেন জানি তোমার প্রতি ভীষণ একটা টান।
অজান্তেই মাঝে মাঝেই দেখা হয়ে যেতো ,
কথা হলো অনেক পরে..
ভালোলাগা থেকে ভালবাসতে লাগলাম তোমাকে
হৃদয় পটে নিরবে এঁকে নিলাম তোমার ছবি।
দেখা আর কথা হওয়ার মধ্যেই, হয়ে গেল দু’জনার ভালোবাসা।
দীর্ঘ সময় একসাথে চলার পর, হঠাৎ ছন্দপতন
দু’জনার মাঝখানে গড়ে উঠলাম কঠিন এক দেয়াল..
ভাঙনের সূরে সব এলোমেলো হয়ে গেলো।
এরপরের ঘটনা আর কাউকে বলার মত নয়
নিরবে কেঁদে কেঁদে চোখের জল নি:শেষ করলাম।
একসাথে চলার বহু স্মৃতি মাঝে মাঝে অসহ যন্ত্রণা দেয়,
তোমার আমার মাঝে গড়ে ওঠা দেয়াল
দুর্ভেদ্য আজ..
চাইলেই ভেঙে দিতে পারি না।
তোমার স্মৃতি বুকে নিয়ে আমি তোমাকেই খুঁজে ফিরি..
আর তুমি দিব্যি সুখে আছো অন্য কারো বুকে মাথা রেখে,
জানি তোমায় পাবো না আমি, তবুও
তবুও খুঁজে ফিরি তোমাকে ।
তুমি ঠিকই ভুলে গেছো আমাকে, আমার কোন স্মৃতিই আজ তোমার মনে পড়ে না..
আমার প্রতি তোমার অবহেলা, অবজ্ঞা
আমাকে ভীষণ কষ্ট দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় সবকিছু ।
মনে হয় তুমি হারিয়ে গেছো দূর কোন অজানায়,
তবুও খুব মনে পড়ে তোমাকে ।
আমার তো আর কিছু নেই তুমিহীন অস্তিত্ব সংকটে পড়া জীবনে,
তাই হৃদয় পোড়া ছাই দিয়ে তোমার নামে তাজমহল বানাবো আমি,
সেখানেই থাকবে তুমি আমার কল্পনার রানী মমতাজ হয়ে..
বিশাল অট্টালিকা, সমুদ্র , মরু, পাহাড়
নৈরাশ্য বুকের রক্তক্ষরণ হতে তুমি জেগে উঠবে
আমার প্রতিটি নি:শ্বাসে তুমি থাকবে,

আগ্নেয়গিরির লাভা বুকের ভিতর জমে
তুমি নেই কোথাও তবুও থাকবে হৃদয় জুড়ে
আমার সকল অভিমান তবুও তোমার গোলাপি ঠোঁটে
আঙুল ছোঁয়াবে শত সহস্র রজনী ধরে।
তুমি ছিলে, তুমি নেই তুমি থাকবে না কভু আমার হয়ে
তবু…তবুও মনে পড়ে তোমাকেই !!