পঞ্চগড়ে এই প্রথমবারের মতো উদ্বোধন করা হলো জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩,

- আপডেট সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৪ বার পড়া হয়েছে

রিপোর্ট, আছমা আক্তার আখি,
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার দূপুর ১২ টা সময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে প্রথমবারের মতো শুভ উদ্বোধন করা হলো জাতীয় স্থানীয় সরকার দিবস।
সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পঞ্চগড় সদর এর আয়োজনে স্থানীয় সরকার দিবস এর শুভ উদ্বোধন করা হয়,
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বেলুন উড়ানো বর্ণাঢ্য রেলি, ও ফিতা কাটার মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন
প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য পঞ্চগড় এক আসন আলহাজ্ব মোঃ মজারুল হক প্রধান,
বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ, উপ-পরিচালক স্থানীয় সরকার পঞ্চগড় আজাদ জাহান,
পঞ্চগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম সহ পঞ্চগড় সদর উপজেলার দশটি ইউনিয়নের প্রতিনিধিরা নিজেদের পরিষদের ডিজিটাল কার্যক্রম বাস্তবায়নের চিত্র তুলে ধরেন,
১০ টি সেবামূলক স্টল ছিল অতিথিরা ঘুরে ঘুরে ইস্টল পরিদর্শন করেন,
এবং দশটি ইউনিয়নের মধ্যে ক্যান্সার ও লিভার রোগীদের মাঝে ৯০ টি চেক বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানটি জনসেবামূলক ভাবে তিনদিন ব্যাপী চলবে। অএকমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হল সরকারের উন্নয়নমূলক কার্যক্রম মানুষের মাঝে তুলে ধরা,
অনুষ্ঠানটিতে অংশ নেন প্রশাসন, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা বৃন্দ, স্বাস্থ্য শেবী পরিবার পরিকল্পনা কর্মকর্তারা, প্রতিটা ইউনিয়নের ডিজিটাল সেবা দানকারী কর্মকর্তারা, বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জনসাধারণের ভীড় ছিলো চোখে পড়ার মতো।