মহানন্দা নদীর জলে ডুবে বৃদ্ধের মৃত্যু,

- আপডেট সময় : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় থেকে খাদেমুল ইসলাম প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীর পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শরিফ উদ্দীন( মংলু)
( ৯০) নামে তিনি সর্দার পাড়া গ্রামের বাসিন্দ ও তেতুলিয়া আওয়ামী লীগের এক পুরাতন কর্মী ছিলেন।
শনিবার (১৬সেপ্টম্বর ) সন্ধায়
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দার পাড়া
গ্রামে এ ঘটনাটি । জানা যায়, বাড়ি পাশে
মহানন্দা নদী কাছে তার জমি রয়েছে। তিনি সেখানে বেড়াতে যান এবং মাথা ঘুরে নদীর পানিতে পড়ে যায়।
সেখান থেকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে
মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা আবু সাঈদ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু এবং
সদর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক
হাসপাতালে ছুটে যান। এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
খাদেমুল ইসলাম উপজেলা জেলা প্রতিনিধি ০১৭৭০৮৭৬৯৯৫