পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযানে জরিমানা প্রদান করা হয়েছে।

- আপডেট সময় : ০৪:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি –
মঙ্গল বার দুপুরে ১৯ সেপ্টেম্বর ২০২৩ । পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা প্রশাসন, এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার জগদল বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ০১(এক) টি দোকানের মালিককে ৩০০০/-(তিন হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং ১২৭.০০ কিলোগ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য সার্বিকভাবে সহযোগিতা করেন। নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।