সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

ডিএমপির নতুন কমিশনার হলেন হাবিবুর রহমান,

আপডেট:

মোঃ শাহাদাত হোসেন ষ্টাফ রিপোর্টার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত (আইজিপি) হাবিবুর রহমান তিনি বর্তমানে টু্রিস্ট পুলিশ প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ (১)শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। এর আগে বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ডিএমপির সদর দপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি, এবং পুলিশ সদর দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জানা যায় হাবিবুর রহমান ১৯৬৭ সালে গোপালগঞ্জের জন্মগ্রহণ করেন, পুলিশের নানা সংস্কার কাজের পাশাপাশি নেতৃত্বসুলভ আচরণের জন্য তিনি বাহিনীতে প্রশংসনীয়, সংগঠক ছাড়াও মানবিক সামাজিক পুলিশ কর্মকর্তা হিসেবে তার সুখাতি রয়েছে।
বাংলাদেশ পুলিশের আইকন (বার) পিপিএম (বার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬ তম কমিশনার নিযুক্ত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত