শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

নিহত নারী-শিশুসহ ৭২জন পূর্ণার্থী বোদায় মাড়েয়া নৌ ট্র্যাজেডির এক বছর পূর্তি আজ

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি: মোঃ খাদেমুল ইসলাম

পঞ্চগড়ের জেলায় বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌ-ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে সোমবার।

বিজ্ঞাপন

গত বছরের এই দিনে আউলিয়া ঘাটে স্মরণকালের ভয়াবহ নৌ-দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় উদ্ধারকারীরা। একে একে উদ্ধার করা হয় ৭১টি নিথর দেহ।

নদীর ওপার একই উপজেলার বড়শশী ইউনিয়নের বোদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা নদী পার হওয়ার সময় মাঝপথে ডুবে যায়। এসময় অনেকে সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ হন নারী-শিশুসহ ৭২জন পূর্ণার্থী।

বিজ্ঞাপন

এখনও নিখোঁজ একজনের সন্ধান মেলেনি। দুর্ঘটনার পর সরকারি-বেসরকারি সহায়তায় নিহতের পরিবারগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সেইসব পরিবারগুলো আজও খুঁজে ফিরছে স্বজন হারানো স্মৃতি। দুর্ঘটনার পরই জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস তিনটি তদন্ত কমিটি গঠন করে। এর মধ্যে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে ওই দুর্ঘটনায় ঘাট ইজারাদারকে দায়ী করে প্রতিবেদন দাখিল করে।

তবে তারা পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেনি। এছাড়া ফায়ার সার্ভিস ও পুলিশের প্রতিবেদনও আলোর মুখ দেখেনি। এদিকে দুর্ঘটনার পর এক অনুষ্ঠানে রেলমন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন ঘোষণা দেন আউলিয়া ঘাটে একটি ওয়াই আকৃতির ব্রিজ নির্মাণের।

সেসময় তিনি বলেন, একনেকে ব্রিজ নির্মাণের প্রকল্পটি পাস হয়েছে। ডিসেম্বরেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা। সেই ডিসেম্বর পেরিয়ে আরও নয়মাস অতিবাহিত হলেও ব্রিজ নির্মাণ কাজ আটকে আছে টেন্ডার প্রক্রিয়াতেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত