শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

রাজশাহী দুর্গাপুর একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী তেতুলিয়ায় আটক,

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি- মোঃ খাদেমুল ইসলাম-

তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউপি মাঝিপাড়া

বিজ্ঞাপন

থেকে রাজশাহী, দুর্গাপুর বাসিন্দা একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে (৪৩) গ্রেপ্তার করেছে মডেল পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাঝিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত ইউসুফ আলী রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের মৃত আ. সামাদ মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, আটক আসামীর
বিরুদ্ধে রাজশাহীর দূর্গাপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার তিনটি মামলায় সাজাপ্রাপ্ত ও তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারীকৃত ছিল।

দীর্ঘদিন ধরে তিনি রাজশাহী থেকে পালিয়ে এসে তেতুলিয়ায় এ এলাকায় পেয়ারা বাগান চাষ করছিলেন।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত