
পঞ্চগড় জেলা প্রতিনিধি-মোঃ খাদেমুল ইসলাম-
আওয়ামী লীগের দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে প্রথমবার কৃষকদের নিয়ে মহাসমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ কৃষক লীগ। সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার ৫১ বছরে পর এই প্রথম রাজধানীর বুকে কৃষকদের নিয়ে মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে আওয়ামী লীগ।
আগামী কাল শনিবার ৩০ সেপ্টেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দুপুর দুইটায় এ মহাসমাবেশ শুরু হবে।
শত ব্যস্ততার মাঝেও কৃষক লীগের সফরকে কেন্দ্র করে পঞ্চগড় জেলা নিয়ে দেবীগঞ্জ, বোদা,আটোয়ারি, সদর পঞ্চগড়, তেতুলিয়ায়সহ ৫ টি উপজেলা আওয়ামী নেতা-কর্মীদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা দিয়েছে।
ইতিমধ্যে ঢাকা কৃষক লীগের এ মহা জনসমাবেশে যোগ দিতে রাতভর গাড়িবহর নির্দিষ্টকরণ, ৪৩ টি ইউনিয়নের নির্দিষ্ট স্টপেজ থেকে নেতা-কর্মীদের নিয়ে যাত্রাকালে আপ্যায়ন ও শৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্ব পালনে ব্যস্ত নেতা-কর্মীরা।
একটি সূত্র জানায়, সমাবেশে যোগ দিতে এরই মধ্যে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য
কেন্দ্রীয় কমিটির কৃষক লীগের সহ সভাপতি
শীর্ষ নেতা আব্দুল লতিফ তারিনের নেতৃত্বে
পরিবহন হিসেবে রয়েছে। বেশ কিছু
ট্রেনের বগি
প্রস্তুত। এর মধ্যে রয়েছে,
৩ টি ট্রেনের বগি পাঁচটি কেবিন প্রতিটা বগিতে ১ শত এর উপরে মানুষ এখানে উপস্থিত আছেন। পঞ্চগড় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পৌর কৃষক লীগের সভাপতি তেতুলিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি শালবাহান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তেতুলিয়া উপজেলায় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুবলীগ ও তেতুলিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আরো অন্যান্য নেতৃবৃন্দ।
পঞ্চগড় -১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাসি কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির
সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ (তারিন) জানান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষে এ মহা কৃষক সমাবেশ যোগ দিতে তিনি নেতা কর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দিখা দিয়েছে।
সূত্র জানাচ্ছে, মহা কৃষক
সমাবেশে যোগ দিতে প্রায় ২ শত নেতা-কর্মী ঢাকায় যাবেন।
সেই সাথে নেতা-কর্মীদের জন্য থাকছে পানি ও খাদ্য সরবরাহের সু-ব্যবস্থা।