সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

৫ দিন পর নদীতে জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস,

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি-

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর আবু কালাম নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ।

বিজ্ঞাপন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বুড়ি তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় এক জেলে পরে নিখোজ

হওয়ার ৫ দিন গত হলে মোঃ আবুল কালামের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বুধবার ( ২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২ টায় দেবীগঞ্জ-উপজেলার ৭ নং টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী হুসেইনের ঘাট নামক এলাকায় বুড়ি তিস্তা নদীর ধারে মোঃ আবুল কালামের মরদেহ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। মোঃ আবুল কালাম(৪৫) ১ নং চিলাহাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভাউলাগঞ্জ তেলিপাড়া গ্ৰামের মৃত রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৩-৪ মধ্যে ১ নং চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী স্লুইস গেটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোঃ আবুল কালাম। ভোর হয়ে গেলেও তাকে খুঁজে পাওয়া না গেলে পরের দিন ফায়ার সার্ভিস কে খবর দেন স্থানীয়রা। দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। অনেক খোঁজাখুঁজি করেও আবু কালামের মৃত দেহ পাওয়া যায় নি জানান উদ্ধার কর্মীদল।

এদিকে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টায় সময় ৭ নং টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বটতলী হুসেইনের ঘাট নামক এলাকায় বুড়ি তিস্তা নদীতে

এলাকাবাসী একটি মরদেহ ভেসে দেখে। পরে তারা দেবীগঞ্জ থানায় প্রশাসন কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ

দেবীগঞ্জ-থানা পুলিশের একটি টিম আবু কালাম এর মরদেহ উদ্ধার করেন।

এবিষয়ে দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান

নদীতে থাকায় মরদেহটি পরিবারের সদস্য মোঃ আবুল কালামের বলে নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত