
মোঃ আব্বাস আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে শনিবার সকালে ঝিনাইদহের সুরাট ইউনিয়নের কল্যাণপুর গ্রামে অবস্থিত এক্স ক্যাডেট ছাত্রদের দ্বারা পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে গঠিত সিটিজেন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে, “প্লাস্টিক দিন, গাছ নিন”
এই শ্লোগানে অনলাইন ও অফলাইন ভিক্তিক জনপ্রিয় ঝিনাইদহের হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে বিভিন্ন প্রকার ফলজ, বনজ,ঔষূধী, ও ফুল গাছের চারা বিতরণ করা হয়েছে।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন, তানভীর আহমেদ রনি প্রধান নির্বাহী উন্নয়ন ধারা, ইসাহাক আলী সন্মানিত উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, শাহিনুর লিটন সন্মানিত উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, মাহমুদ আল হাসান সাগর সহ-সভাপতি হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, জাহান লিমন, প্রধান নির্বাহী হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, সৈয়দ জীবন ক্রিয়া বিষয়ক সম্পাদক, হেব্বি গ্রুপ ফাউন্ডেশন। এছাড়া হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের অনান্য সদস্যর পাশাপাশি উক্ত স্কুলের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের পরিচালক জাহান লিমন বলেন মূলত শিশুদের মাঝে পুরাতন প্লাস্টিকের বজ্রের ক্ষতিকর বিষয় তুলে ধরার পাশাপাশি বৃক্ষ রোপণ এর প্রতি তাদের কে অনুপ্রাণিত করা হয়। এবং আমরা এই কাজগুলো গত কয়েক বছর ধরে করে আসছি এছাড়াও বিভিন্ন কাজকর্ম করে থাকি।