
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম,
চিনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধ করে কারাবন্দি লক্ষ লক্ষ মুসলিমের মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১ অক্টোবর দুপুরে এম আর কলেজ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতা কর্মী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সচেতন নাগরিক সমাজ সংগঠনের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয় ।
সংগঠনটির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক সাজেদুর রহমান সাজু, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারন সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পরিবেশ কর্মী সাইফুল ইসলাম, বাংলাভিষনের জেলা প্রতিনিধি মোসারফ হোসেন, সাবেক ছাত্র নেতা বাবুল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন ১৯৩০ সাল থেকে ৯৩ বছর ধরে উইঘর মুসলিমদেরকে জাতিগত বিনাস করার লক্ষ্যে রাষ্ট্রিয় বাহিনী নির্যাতন করে আসছে। বর্তমানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামে কারাগার তৈরী করে প্রায় পনের লক্ষ উইঘর মুসলিমকে আটক করে রাখা হয়েছে। বক্তারা এই নির্যাতন বন্ধ করে কারাবন্দি উইঘর মুসলিমদের মুক্তির দাবি জানন।