সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

পঞ্চগড় ১০০ পিস টেপেন্ডাডল ট্যাবলেট সহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ডিবি পুলিশ,

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো খাদেমুল ইসলাম,

পঞ্চগড় জেলা বোদায় থানায় মাড়েয়া বামন হাট শনিবার ৩০সেপ্টেম্বর
পঞ্চগড়ে বোদায় রাতে ১০০ পিস টেপেন্ডাডল ট্যাবলেট সহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি গোয়েন্দা শাখা পুলিশ।
পঞ্চগড় এর এসআই/ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই/ আবু হোসেন এএসআই / উমর ফারুক ও ফোর্সসহ বেদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া বোদা থানাধীন ০৬ নং মাড়েয়া বামন হাট ইউপির ফুটকিবাড়ী গ্রামস্থ ফুটকিবাড়ী বাজারের অনুমান ১০০ গজ উত্তর পাশে রেজাউল করিমের দোকানের সামনে ফুটকিবাড়ী বাজার হইতে ফুটকিবাড়ী ঘাট গামী পাঁকা রাস্তার উপর ধৃত আসামি ১। শ্রী সুরঞ্জিত রায়(৩৫), পিতা- শচীন্দ্রনাথ রায়, গ্রাম মল্লিকা দহ, ২। মোহাম্মদ এনামুল হক(২৫), পিতা- মোঃ বাদশা, গ্রাম -ঢাকাইয়া পাড়া উভয় থানা দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়দ্বয়কে তাহাদের হেফাজত হইতে ১০০ (একশত ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত একটি পুরাতন লাল রংয়ের হিরো ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত