শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া খুদে খেলোয়াড়েরাই একদিন দেশ-বিদেশে নাম ছড়িয়ে দেবে,

আপডেট:

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার তৈবুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজ মাঠে জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমিতে খেলোয়াড়দের কে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ

বিজ্ঞাপন

জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমির সিনিয়র প্লেয়ার এহসানুল আম্বিয়া সোহান বলেন, একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া খুদে খেলোয়াড়েরাই একদিন দেশ-বিদেশে নাম ছড়িয়ে দেবে। ক্রমান্বয়ে নতুন প্রজন্ম খেলাধুলায় আগ্রহী হবে। মাদক বা সন্ত্রাসের পথে পা বাড়াবে না একাডেমির খুদে খেলোয়াড়েরা । ২০১২ সালে ক্রীড়া প্রেমী সুলতান হোসেন রাজুর তত্ত্বাবধানে একাডেমি চালু হয়। তখন থেকে খুদে ফুটবলারদের প্রশিক্ষণ দিয়ে আসছে তারা। প্রায় ৩০ জন খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছেন নিয়মিত।

জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমিতে অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেন সিপার রেজা (লন্ডন প্রবাসী) মাহবুবুর হাসান সাচ্চু (পর্তুগাল প্রবাসী) কামরুল ইসলাম পলাশ(আমেরিকা প্রবাসী) মামুন আহমেদ (পর্তুগাল প্রবাসী) রাসেল আহমেদ, মুনতাসীর আহমেদ ফাহিম,সুমন দাশ ফ্রান্স প্রবাসী, আব্দুল আউয়াল, জাকির আহমেদ তানিম, মিনহাজ চৌধুরী, জুবেদ আহমদ,মনির আলী,ফারুক সহ অনেকে সহযোগিতা করেন
একাডেমির সিনিয়র প্লেয়াররা হলেন এহসানুল আম্বিয়া সোহান, জাহিদ হাসান এমিল,জাকারিয়া অলিদ,তারেক মাহমুদ,বাহাদর সৌরভ লুৎফুর রহমান, রিয়াদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত