
বিশেষ প্রতিনিধি
৬ অক্টোবর রাত ৮ ঘটিকার সময় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়, মিজানুর রহমান বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন সহ ঢাকা জেলা সভাপতি মো: আরিফুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ শফিক মিয়া , ঢাকা উত্তর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান , মোহাম্মদপুর থানা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন , দারুস সালাম থানা সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা ,সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির সহ অন্যান্য স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন ।
এ সময় সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বাপ্পি বলেন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান নূর হোসাইন বলেন- অসহায়দের পাশে আপনাদের নিয়ে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ, সকলের সহযোগিতা নিয়ে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব, তিনি সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন ।