সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ তারিখ-০৮/১০/২০২৩ খ্রিঃ। জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ০২ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩ ,

আপডেট:

বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু

এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন সিধলা নতুন বাজার সাকিনস্থ মোঃ শফিকুল ইসলাম এর ভ্যারাইটিজ দোকানের সামনে পাকা রাস্তার পাশ হইতে ০৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ ২২.১০ ঘটিকায় ০২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মামুন (১৯), পিতা-মৃতঃ নুরুল ইসলাম, মাতা-মোছাঃ পারুল, ২। মোঃ রমজান মোবারক (২০), পিতা-আবুল কাশেম, মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন, উভয় সাং-হাসিমপুর পশ্চিমপাড়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ এবং অপর একটি অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ী সাকিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ক্রাউন ওয়ার্স প্রাঃ লিঃ এর সামনে মোঃ নুরুল ইসলাম (৩৫) এর চায়ের দোকানের পাশে ফাঁকা জায়গায় হইতে ০৭ অক্টোবর ২০২৩ তারিখ ১৭.০০ ঘটিকার সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ৩। মোঃ পারভেজ মিয়া (২৬), পিতা-মোঃ জালাল হোসেন, মাতা-মোছাঃ পারুল বেগম, সাং-দরগারচালা, উত্তরপাড়া(সাবাহ গার্ডেন এর পাশে), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত ০২ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে গৌরীপুর ও ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত