সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

পঞ্চগড়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন,

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ে তেতুলিয়া,বোদা,দেবীগঞ্জ,আটোয়ারি, উপজেলা সহ
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) শহরের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং লেখাপড়া বিষয়ে খোঁজখবর নেন। তিনি শিশুদেরকে পরিস্কার পরিচ্ছন্নতা জীবনযাপনের জন্য আহবান জানান। বিশেষতঃ হাত ধুয়ে খাবার খাওয়া, নখ পরিস্কার রাখা, টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন। কৃমিনাশক ওষুধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে। কৃমিনাশক ওষুধ সেবনের হার অব্যাহত থাকলে এবং দেশের সকল শিশুকে পরিস্কার-পরিছন্নতা বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে তাদের অভ্যাস গড়ে তুলতে পারলে প্রতিটি ঘরে আমরা কৃমিমুক্ত শিশু দেখতে পাব যা সুন্দর ও সুস্থ জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আগামী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে কৃমি নির্মূলের লক্ষ্যে ৫-১৬ বছর বয়সী শিশুদের জন্য রোগ নিয়ন্ত্রণ শাখা কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ সময় ডা: এস.এম. শরীফ আফজাল, স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়া উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, এ বছর জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে অধ্যায়নরতসহ বিদ্যালয় বর্হিভুত ৫ থেকে ১৬ বছর বয়সী ২ লাখ ৮৯ হাজার ৫০৪ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
এ জন্য প্রতিটা বিদ্যালয়ে পৃথক ক্যাম্প স্থাপিত হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে পথ শিশুদের জন্য এ ধরনের ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত