
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-
পঞ্চগড়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত পঞ্চগড় জেলার ৬৬টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের সাধারন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের মহিলাদের উন্নয়নে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রায় সোয়া কোটি লোককে সরাসরি ভাতার আওতায় আনা হয়েছে। বঙ্গবন্ধু যেভাবে দেশকে মর্যাদার আসনে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা ফিরিয়ে এনেছেন। প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে সফল। তিনি দেশের ১৭ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখছে যে তিনি কিভাবে অসম্ভবকে সম্ভব করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাতার চালুর মধ্য দিয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করছেন। এদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে উল্লেখ করে তিনি বলেন, প্রায় সোয়াকোটি লোক সরাসরি ভাতা ও প্রায় পাঁচ কোটি লোক পরোক্ষভাবে সেবা পাচ্ছেন।
এ সময় ৬৬টি টি স্বেচ্ছাধীন মহিলা সংগঠনের মধ্যে বিভিন্ন অংকে মোট ১৯ লক্ষ ১০ হাজার টাকার এ অনুদানের চেক বিতরণ করা হয়। প্রত্যেকটি সংগঠন সর্বনিম্ন ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন বক্তব্য দেন। #