শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

গোপালগঞ্জ পুলিশ লাইনে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া সফর উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত: ,

আপডেট:

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

অদ্য ১০/১০/২০২৩ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি মহোদয় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পদ্মা সেতুতে রেল চলাচলের শুভ উদ্বোধন করে কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় অংশগ্রহণ করবেন এবং একই দিন বিকালে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে টুঙ্গিপাড়ায় অবস্থান গ্রহন করবেন।
এ উপলক্ষে ০৯/১০/২০২৩ খ্রি. গোপালগঞ্জ জেলা পুলিশের গৃহীত নিরাপত্তামূলক পুলিশিং ব্যবস্থায় করণীয় সম্পর্কে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং-এ মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে উপস্থিত অফিসার-ফোর্সদের মাঝে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ(ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্), গোপালগঞ্জ সহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অফিসার-ফোর্সগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত