শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

তেঁতুলিয়ায় পকেট রোডে মহাসড়কে ট্রাকচাপায় শিশু মৃত্যু ,

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইটবোঝাই ট্রাকের চাপায় মোঃ মাসুম বিল্লাহ (৩) নামে এক শিশু মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেবনগড় ইউনিয়নের পাথরঘাটা গ্রামে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাসুম একই এলাকার আসিরুল ইসলামের ছেলে।
এবিষয়ে ভজনপুর হাইওয়ে ফাড়ি ওসি মোঃ জাকির হোসেন এবং তেতুলিয়ার ৭ নং দেবনগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সলেমান আলী বিষয়টি সত্যতা শিকার করেন তিনি জানান, দৈনিক লোকালয়কে
বলেন, ‘সন্ধ্যায় আঞ্চলিক সড়কের পাশে থাকা নিজ বাড়ি থেকে বের হয় শিশু মাসুম। এ সময় ইটবোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করেও ট্রাকটি আটক করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত