সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

প্রত্যেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিডডে চালুর ব্যবস্থা করা হবে , শিশুদের বিদ্যালয়মুখী করতে নতুন ধরণের চিন্তাভাবনা করছে সরকার -প্রতিমন্ত্রী জাকির হোসেন

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি – খাদেমুল ইসলাম-

পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন,

বিজ্ঞাপন

প্রত্যেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিডডে চালুর ব্যবস্থা করা হবে , শিশুদের বিদ্যালয়মুখী করতে নতুন ধরণের চিন্তাভাবনা করছে সরকার।
প্রাথমিকের সকল ক্লাস এক সিফ্টে আনা হবে।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, নতুন কারিকুলামে পড়াশোনা শুরু হবে। যাতে হাসিখুশির মাধ্যমে বাচ্চারা লেখাপড়া করাতে পারে, তাই ৩য় শ্রেণী পর্যন্ত পরীক্ষা তুলে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এসময় প্রতিবন্ত্রী বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন গুলো নতুন করে কাজ করে এক শিফ্টে ক্লাস নেয়ার চিন্তা ভাবনা করছি। এদিকে করোনার সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে গজে ওঠা মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের টেনে নিয়েছে।
এসময় প্রতিমন্ত্রী বিদ্যালয়ের মুজিব কর্ণার ও শেখ রাসেল কর্ণারসহ বিদ্যালয়ে থাকা উপজেলা রিসোর্স সেন্টারসহ সকল ক্লাসরুম পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রীর পরিদর্শনে প্রাথমিক রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল,

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাম শিক্ষক কাজী মতিউর রহমান মতি সহ অনেকেই উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত