শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

পঞ্চগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ,

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-

পঞ্চগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,হয়েছে
শুক্রবার ১৩ অক্টোবর সকালে জেলা প্রশাসনের উদ্যোগ কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়। পরে কালেক্টরেট চত্বরের পাশে ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন বলেন,

সকলের সমন্বিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করে ২০৪১ সালের মধ্যে আমরা দুর্যোগ সহনশীল, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সমর্থ হব, ইনশাল্লাহ।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার তুষার কান্তি রায়, রেডক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আবু সারোয়ার বুকুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহম্মেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: এস.এম. শরীফ আফজাল উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত