শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

স্বাধীনতাকামী মানুষের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল,

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম,

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী আগ্রাসন, দখলদারীত্ব মুলক আচরণ, হামলা ও স্বাধীনতাকামী মানুষের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ অক্টোবর জুমআর নামাজের পরে জেলা শহরের বিভিন্ন মসজিদ হতে ছোট ছোট মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় জড়ো হতে থাকেন মুসল্লীরা। পরে সেখানে থেকে ইমান আক্বিদা রক্ষা কমিটি ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় শাখার সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সদর থানার আহ্বায়ক রবিউল ইসলাম, বকুলতলা জামে মসজিদের ইমাম শাফি উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত