শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমানের যোগদানের প্রথম মাসেই পুরস্কার অর্জন,

আপডেট:

আ:হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর থানায় নবযোগদানকৃত থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান কর্মস্থলে যোগদানের এক মাসের মধ্যে মধুপুরবাসীর কাছে “মানবতার ফেরিওয়ালা” হিসেবে অন্তরে জায়গা করে নিয়েছেন। যিনি প্রতিনিয়ত মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গীর্জা, নানাবিধ সংগঠন, হাটবাজার এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে আইন শৃঙ্খলা বিষয়ে সুপরামর্শ দিয়ে যাচ্ছেন।
তার আগমনে মধুপুরবাসী আজ আনন্দিত। তিনি মধুপুর থানায় যোগদানের প্রথম মাসেই সর্বাধিক ওয়ারেন্ট তামিল এর লক্ষমাত্রা পূরণ করে টাঙ্গাইল পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি আবারও প্রমান করলেন মধুপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মানবতার ফেরিওয়ালার বিকল্প নেই। তিনি বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন পুরো মধুপুরবাসীর এবং আমার প্রিয় সহকর্মীদের। আমার এ পুরস্কার সকল সহকর্মীদের প্রতি উৎসর্গ করলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত