শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

তেতুলিয়ায় বিবাহকারীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাল্যবিবাহ কারী সাব্বির হোসেন (২৪) নামে এক যুবককে ভ্রাম্যমান আদালতে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের দর্জীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান।
দণ্ডপ্রাপ্ত যুবক সাব্বির হোসেন উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে দর্জীপাড়া গ্রামের জামাল উদ্দীনের অপ্রাপ্ত বয়স্ক (১৭) মেয়ের সাথে পারিবারিক ভাবে জমকালো আয়োজনে বিয়ে হচ্ছিলো পাশ্ববর্তী শালবাহান ইউনিয়নের মজিবর রহমানের ছেলে সাব্বিরের সাথে। এর মাঝে বাল্যবিয়ের খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে নিয়ে অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হলে
বিবাহ সম্পন্নকারী এবং অভিভাবক বিবাহ আয়োজনে জড়িত
কনের বাবা ও পরিবারের অভিভাবকেরা খবর পেয়ে পালিয়ে যায়। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক বিবাহ আয়োজনে জড়িত
কনের পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় বরসহ পরিবারের সদস্যরা আদালতকে সহযোগীতা না করে তথ্য গোপন করে রাখেন। পরে কনের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করলে বিবাহের জন্য কনের অপ্রাপ্ত বয়স পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ১৯৩০ এর ২৬০ (১) ধারায় বর সাব্বিরকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনছারুজ্জামান বাংলানিউজকে জানান, ঘটনার পর রাতেই দণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সরকারি আইন অনুযায়ী মেয়েদের ১৮ বয়সের নিচে বিয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ। বাল্যবিয়ের খবর পেয়ে রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্যবিবাহ নিরোধ আইনে বর সাব্বিরকে ৬ মাসের কারাদণ্ডর নির্দেশ প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত