শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

দীর্ঘ ১১ বছর অতিবাহিত পরে তেতুলিয়ায় জামায়তি ইসলামী ছাত্র শিবির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশি,

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-

 

বিজ্ঞাপন

পঞ্চগড়ে তেতুলিয়ায় উপজেলার পলাতক শিবিরকর্মী গ্রেফতার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেতুলিয়ায় থানায় ৭টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইসলামী ছাত্র শিবিরকর্মী নাজিম উদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) রাতে একটি থানা পুলিশের বিশেষ টিমের সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। গ্রেফতার নাজিম উদ্দিন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে ও ছাত্র শিবিরকর্মী বলেও জানিয়েছে পুলিশ।পঞ্চগড়
পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, গত ২০১২, ১৪ ও ১৫ সালে তার বিরুদ্ধে ৭টি মামলা দায়ের হয়। এরমধ্যে ৪টিতে বিশেষ ক্ষমতা আইনসহ ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মামলার পর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টসে আত্মগোপনে ছিল নাজিম। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত