শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

তেতুলিয়ায় সুনাতন হিন্দু ধর্মাবলম্বীদের এবার শারদীয় দূর্গা উৎসব উদযাপন,

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম –

 

বিজ্ঞাপন

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় সুনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপনের উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শেষ করা হয়েছে। এখন মন্ডপে
পুজা উদযাপন করা হচ্ছে দুর্গাপুজা।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি এবং তেতুলিয়ায়
মডেল থানা ওসি আবু সাঈদ চৌধুরি জানান, পুজা মন্ডপে নিরাপক্তা আইন শৃংখলা জোরদার করা হয়েছে বলে জানান। আসন্ন দুর্গা পুজা পালনের লক্ষে এবার ৯ টি পুজা মন্ডবে মধ্যে তেতুলিয়ার ৭ টি
ইউনিয়নের মধ্যে মন্ডপে পুজা অনূষ্টিত হবে । এখন মন্ডপে মন্ডপে প্রতিমা
তৈরি কাজ পুরোদমে প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা এ সব তথ্য জানান।দর্শনার্থীদে উপচে পড়া ভিড় লক্ষ্য করা হয়েছে। যে সকল মন্দির মন্ডপে প্রতিমা তৈরির কাজ কারিগরা করছে বাংলাবান্ধা, তিরনই হাট, তেতুলিয়া, শালবাহান, ভজনপুর দিনে রাতে ব্যস্ততা সময় পার করছেন। এ ব্যাপারে পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান কৃষ্ণ সামন্ত ও শ্রী হিরা কান্ত রায়
জানান,- ধর্ম যার তার উৎসব হবে সবার,কিন্তু সনাতন ধর্ম পালনে স্বাস্থ্য বিধি তেমন মানতে হবে বলে জানান।
৯ টি পুজা মন্ডপ গুলো সিপাই পাড়া, সর্বজনীন দুর্গা পুজা মন্ডপ,ভোলাজোত, তেতুলিয়া সদর, বড় দলুয়াগছ, জামরড়ীগুড়ি, চৌধুরী গছ, ভজনপুর, বম্মতোল ভদ্রেশ্বর দেবনগর উষাপাড়া, পুজা মন্ডপ । এব্যাপারে ভজনপুর সর্বজনীন পুজা উদযাপন সভাপতি শ্রী নিত্যান্দন সরকার জানান, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুজা উদযাপন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত