সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

মধুপরে বংশাই নদীতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু,

আপডেট:

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

 

বিজ্ঞাপন

টাংগাইলের মধুপুর পৌরসভাধীন টুনিয়াবাড়ী গ্রামের মফিজ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধার বংশাই নদীতে ডুবে মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৪ টার দিকে পার্শবর্তী বংশাই নদীতে পাতা চায়না জালের মাছ ধরতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সে টুনিয়াবাড়ী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
তার পারিবারিক সূত্রে জানা যায়, সে বিকাল ৩টার দিকে তার স্ত্রী ও ১২ বছরের ছোট ছেলেকে নিয়ে পার্শবর্তী বংশাই নদীতে পাতা চায়না জাল থেকে মাছ তুলতে যায়। নদীর গভীর থেকে জাল তুলে মাছ ধরার পর পুনরায় জাল স্থাপনের জন্য নদীতে ডুব দেয়। পরবর্তীতে পানির নিচ থেকে ভেসে উঠতে না দেখে তার স্ত্রী লোকজনকে খবর দেয়। এলাকাবাসী নদীতে খোঁজাখুজি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মফিজ উদ্দিন পেশায় একজন রিকশাচালক ছিলেন বলে জানা যায়।
তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত