
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি,
টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ হেরোইনসহ সহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রে জানা যায় বুধবার (২৫ অক্টোবর,) রাত ১১ টার দিকে মধুপুর পৌরসভাধীন চাড়ালজানী খান পেট্রোল পাম্পের পূর্ব পাশে জনৈক ইছহাক এর কাঠের দোকানের সামনে মাদক অভিযান পরিচালনা করে রাজশাহী জেলাধীন গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক গ্রামের ইউসুফ আলীর ছেলে . শাহীন আলী (২২), টাঙ্গাইল জেলাধীন মধুপুর উপজেলার বৃত্তিবাড়ী গ্রামের সাখাওয়াত হোসেন এর ছেলে . মিনারুল ইসলাম (৩২), জলছত্র গ্রামের মৃত মজিদের ছেলে সাইফুল ইসলাম (২০), কাকরাইদ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৩০)কে গ্রেফতার করে এসময় তাদের নিকট হতে ৮০ (আশি) গ্রাম হেরোইন, যার মূল্য ৮,০০,০০০/- টাকা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে উক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে আসামীদেরকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।