শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

কুলাউড়ায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক,

আপডেট:

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার,

 

বিজ্ঞাপন

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উত্তর বাজারের রেলক্রসিং এলাকা থেকে শুক্রবার রাতে জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মী কে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি আতিকুর রহমান, কোষাধ্যক্ষ সাতির মিয়া,ওয়ার্ড সেক্রেটারি সাইফুল ইসলাম, সদস্য রসিম উদ্দিন, জুবায়ের আহমদ ও বিএনপি কর্মী আব্দুল মালিক। তারা সবাই একই ইউনিয়নের বাসিন্দা।

শনিবার বিকেল কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু আটকের তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীতে সমাবেশে যোগ দি‌তে শুক্রবার রাতে তারা শহরের রেল আউটার সিগনাল এলাকায় জড়ো হতে থাকে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশে তারা সবাই একত্রে জড়ো হয়েছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত