সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

মধুপুরে উপজেলা প্রশাসন ও সনাক এর আয়োজনে তথ্যমেলা অনুষ্ঠিত,

আপডেট:

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি,

 

বিজ্ঞাপন

তথ্যই শক্তি, জানবো জানাবো, দূর্নীতি রুখবো এ স্লোগানকে সামনে রেখে টাংগাইলের মধুপুরে সোমবার দিনব্যাপি তথ্যমেলার আয়োজন করা হয়। মধুপুর উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি ( সনাক)এর আয়োজনে দিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি আব্দুল মালেক বি. এস.সি। তথ্যমেলায় সরকারি দপ্তরের ২৪টি স্টলের সেবাদান কারী কর্ম কর্তাগন উপস্থিত ছিলেন। তথ্য মেলায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, জয়েনশাহী আদিবাসী সংস্থার সভাপতি ইউজিন নকরেক ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সন্চালনায় ছিলেন সনাকের সহ-সভাপতি বাপ্পু মৃ। এসময় উপস্হিত ছিলেন টিআইবির মধুপুর উপজেলা শাখার এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তগন।
তথ্যমেলায় কতদিনের মধ্যে তথ্য পাওয়া যাবে এবং কোন কোন দপ্তর থেকে তথ্য পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন।
বক্তব্যের এক পর্যায়ে সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসেন বলেন জনগণ সচেতন হলে দূর্নীতি অনেকাংশে কমে যাবে। তথ্য অধিকার আইন সম্পর্কে জানাতে টিআইবিকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জনগনকে নিয়ে অনুষ্ঠানের আয়োজনের পরামর্শ প্রদান করেন ।তথ্য মেলাকে সাফল্ করার জন্য কাজ করেন সকল ইয়েস সদস্য ও এসিজি সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত