শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

মধুপুরের দোখলা মাঠে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত,

আপডেট:

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি,

 

বিজ্ঞাপন

টাংগাইল মধুপুরের শোলাকুড়ি ইউনিয়নের দোখলা ফুটবল মাঠে ভুটিয়া স্পোর্টিং ক্লাব বনাম উখারিয়া বাড়ী মিতালি ক্লাবের মধ্যে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অরণখোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিলিপ কুবি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদিকুল ইসলাম সাদিক, দোখলা রেঞ্জ কর্মকর্তা হামিদুল ইসলাম, অরণ খোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত খেলায় উখারিয়াবাড়ী মিতালী ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে ভুটিয়া স্পোর্টিং ক্লাব বিজয়ের শিরোপা অর্জন করেন। অতিথিগন বিজয়ী দল ভুটিয়া স্পোর্টিং ক্লাবের হাতে পুরুস্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত